নগর সংবাদ।।আশিকুর রহমান, কলমাকান্দা প্রতিনিধি । নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলায় চুরির দায়ে আসামিকে গ্রেফতার করে থানায় আনার সময় কৌশলে হাতকড়া কুলে পালানোর সময় আবার পুলিশের হাতে আটক। মঙ্গলবার ভোররাতে পুলিশ তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে। আসামি বড়খাপন ইউনিয়নের বাউসারি গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে রাজিব তালুকদার। রাজিব তালুকদার তার গ্রামের কুখ্যাত চোর হিসাবে খ্যাত। রাজিব তালুকদার নামে কলমাকান্দা থানায় একাধিক মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। এলাকাবাসীর তথ্য অনুসারে জানা যায় , রাজীবকে নিজ ইউনিয়নের যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করে কলমাকান্দা পুলিশ , পরবর্তীতে একই ইউনিয়নের আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে ছেলে রাজীব তালুকদার গ্রেপ্তার হওয়ায় শোকে তার মায়ের মৃত্যু ঘটে ভোররাতেই। আর এতে আসামি রাজীব পুলিশের অজান্তে কৌশলে হাতকড়া খুলে ফেলে এবং প্রস্রাবের কথা বলে সে হঠাৎ করেই দৌড় দেই পালিয়ে যাওয়ার জন্য। তারপরেও সে ব্যর্থ হয়ে আবার পুলিশের হাতে ধরা পরে । এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় , রাজিব এলাকার কুখ্যাত চোর এবং তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ । অন্যদিকে ছেলে রাজিব তালুকদার হাজতে থাকায় এলাকাবাসী ও বড়খাপন ইউনিয়নের চেয়ারম্যান তার মায়ের সৎকারের ব্যবস্থা করে।