মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি ) বিকেলে উপজেলার উত্তর খাষকাউলিয়া উরন্ত বলাকা আয়োজনে মরহুম এনামুল হক নান্নু মাষ্টার স্মৃতি চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কাকুয়া ক্লাব,টাংগাইল বনাম সিটি ক্লাব, টাংগাইল এ খেলায় অংশ নেয়।

পরে ট্রাইব্রেকারে কাকুয়া ক্লাব টাংগাইল, সিটি ক্লাব টাংগাইল কে পরাজিত ৪-৩ গোলে পরাজিত করেন। কে আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এক সময়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি ফুটবল ফাইনাল খেলা দেখতে জনতার ঢল নামে এ মাঠে। চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি,

মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: শামীমুর রহমান সাগর। এসময় নান্নু মাষ্টার মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আব্দুল মমিন তালুকদার উজ্জ্বল, ইউপি সদস্য জহুরুল ইসলাম নান্নু, সমাজ সেবক কাজী আমিরুল ইসলাম, থানার উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন, উত্তর খাষকাউলিয়া উরন্ত বলাকা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফাইনালে কাকুয়া ক্লাব টাংগাইল সিটি ক্লাব টাংগাইলকে ট্রাইব্রেকারের পরাজীত করে কাকুয়া ক্লাব টাংগাইল বিজয়ী হয় ।এদিকে খেলা শেষে বিজয়ী দলকে ফ্রিজ ও পরাজিত দলকে মনিটর তুলে দেন অতিথিরা।