স্টাফ রিপোর্টার।। সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ বৃহস্পতিবার(২১ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারি মো. শফিকুল ইসলাম শফির পরিচালনায় উপজেলা মৎস্য অফিসার মো. তানভির হায়দার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ৷
আরও উপস্থিত ছিলেন, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারঃ) মো. ইদ্রিস আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ৷ এই প্রতিযোগিতায় প্রায় ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে । এদের মধ্য থেকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। জাতীয় মৎস্য সপ্তাহ গত ১৮ আগষ্ট থেকে শুরু হয়ে ২৪ আগষ্ঠ পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে ৷