চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি। সিরাজগঞ্জের চৌখালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন মহানায় মা ইলিশ ধরার অপরাধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযানে প্রায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ ৮ কেজি পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সাথে ১১ জেলেকে আটক করেছে। সেই সাথে ১১ জুলাইকে মোট এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চালু হারা বড় চৌহালী ছোট চৌহালী বোয়ালকান্দি সহ বিভিন্ন এলাকার যমুনা নদীর অংশে এই অভিযান পরিচালনা করা হয়।
পরে জব্দকৃত মাছ জনতার সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা ও ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ সময় মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন মা ইংলিশ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। এতে যমুনা নদীতে অবৈধ কারেন্ট জাল কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ অভিযান শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।