””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
দীপাবলির পর এখন কলকাতা মেতে উঠেছে ছট পূজার উৎসবে। প্রকৃতির দেবতা সূর্য এবং তাঁর বোন ছঠি মাইয়ার আরাধনায় মগ্ন লক্ষ লক্ষ পূণ্যার্থী।

বিহার,ঝাড়খণ্ড,উত্তর প্রদেশ থেকে আসা মানুষের পাশাপাশি কলকাতাতেও প্রতি বছরের ন্যায় এই বছরও হুগলি জেলার বাঁশবেরিয়া পৌরসভার শিবপুর রাজাঘাট সহ ১৯৬২তে প্রতিষ্ঠিত নব যুব সংঘের উদ্যোগে ছট পুজার উদ্বোধনীতে ক্লাবের সভাপতি চন্দন যাদবের সভাপতিত্বে ও ক্লাবের সম্পাদক প্রহ্লাদ এর পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

। প্রেসক্লাব অব ওয়ার্কিং জার্নালিস্টস এর পক্ষে উদ্যোক্তাদের স্মারক দিয়ে সম্মানিত করা হয়। গঙ্গা এবং বিভিন্ন কৃত্রিম জলাধারের ঘাটে পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো।

চার দিনের কঠোর উপবাসের পর সন্ধ্যায় অস্তগামী দেওয়ার পরের দিন উদীয়মান সূর্যকে অর্ঘ্য হয় অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। ভক্তরা তাঁদের পরিবার-

পরিজনদের সুখ,সমৃদ্ধি এবং সন্তানের দীর্ঘায়ু কামনায় এই উৎসবে সামিল হন। ঘাটে ঘাটে তৈরি করা হয়েছে সুন্দর বেদি, যেখানে বাঁশের ডালা ও কুলোতে সাজিয়ে রাখা হয়েছে নানারকম ফল, ঠেকুয়া, মিষ্টি এবং অন্যান্য প্রসাদ।

কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে দূষণ রুখতেএনভায়রনমেন্টাল কোর্টেরনির্দেশ মেনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

তবে প্রশাসনের পক্ষ থেকে বিকল্প জলাধার তৈরি করা হয়েছে যাতে পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয়। এই প্রসঙ্গে এক পূণ্যার্থী বলেন”ছট পূজা শুধু একটি উৎসব নয়,


এটি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করি।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”