 
								 
												নগর সংবাদ।। সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলা আওতাধীন নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব, ছাতকের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি, ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক নোয়ারাই ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের রুহের মাগফেরাত কামনায় লক্ষীবাউর জামেয়া ওমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসায় শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ছত্তারের সভাপতিত্বে সহ-সভাপতি এম শাহিন আহমেদের সঞ্চালনায় কুরআন থেকে তেলাওয়াত করেন উক্ত মাদ্রাসার ছাত্র হাফেজ আবদুল আজিজ, সভায় শোক প্রস্তাব পাঠ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা ফখর উদ্দিন খান, ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক সোহাদ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব আলম রাসেল, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসলাম উদ্দিন, মরহুম আবরু মিয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মরহুমের ভাতিজা সিরাজ মিয়া তালুকদার, দিলোয়ার হোসেন তালুকদার দিলো, শোয়েব মিয়া তালুকদার, হাফেজ মাওলানা বোরহান,এ এইচ নাঈম সহ এসময় শতাধিক মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা উপস্থিত ছিলেন, অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষিবাউর মাদ্রাসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল কাজী মাওলানা ইসলাম উদ্দিন তিনি তার বক্তব্যে মরহুম আবরু মিয়া তালুকদারের মৃত্যুতে একজন যোগ্য অবিভাবক হারিয়েছেন বলে আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মরহুমের এলাকা ভিত্তিক শালিসের কয়েকটা দিক তুলে ধরেন, তিনি বলেন আমার জানামতে আবরু মিয়া তালুকদার সবসময়ই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে গেছেন। যেকোনো বিপদে আপদে শুধু নিজ এলাকায় নয় অন্যান্য এলাকার মানুষের ডাকে তিনি তাৎক্ষণিক সাড়া দিতেন। তিনি তার বক্তব্যে নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান গুণী এই মানুষকে নিয়ে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজনের করার জন্য, উপস্থিত বক্তারা বলেন আমরা গুণীদের কদর করবো, তাদের ভালো দিক সমাজে তুলে ধরবো তাহলেই প্রকৃত পক্ষে নতুন প্রজন্ম আমাদের কাছ থেকে কিছুটা শিখবে এবং ইতিবাচক মনমানসিকতা সম্পন্ন মানুষ তৈরি হবে।পরিশেষে, কাজী মাওলানা ইসলাম উদ্দিনের দোয়ার মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় তিনি তার দোয়াতে বার বার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য: আবরু মিয়া তালুকদারের মৃত্যুতে দলীয় সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও পরিকল্পনা মন্ত্রী আলাদা আলাদা শোক বার্তা দিয়েছেন।
 
						
						 
						
						