নগর সংবাদ।। সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে করোনা মহামারীর কারনে ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা মাইক্রোবাস শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ৩য় পর্যায়ে ১৬ জুলাই শুক্রবার সকালে জাউয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে জাউয়া মাইক্রোবাস সমিতির ১৫৪ জনকে প্রধানমন্ত্রী’র খাদ্য সহায়তা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন প্রধান অতিথি ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, আরো উপস্থিত ছিলেন ইউ পি সচিব কয়েছ মাহমুদ, প্যানেল চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আব্দুর রহিম , আঙ্গুর মিয়া, আব্দুল কদ্দুস সুমন, কাজী রুমেলসহ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রথম পর্যায়ে গত বৃহস্পতিবার শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ানে ছাতক মাইক্রেবাস সমিতির ১৪১ ও দ্বিতীয় পর্যায়ে শুক্রবার গোবিন্দগঞ্জ মাইক্রোবাস সমিতির ১৬৬ জন পরিবহন শ্রমিকের মাঝে সরকারী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল তেল, লবন, আটা, চিনি, লাচ্ছা সেমাই, মুড়ি ও সাবান। এছাড়া দোলার বাজার মাইক্রোবাস সমিতির ৪০জন শ্রমিকদের মধ্যে মানবিক সহায়তা খাদ্য উপহার সামগ্রী দিয়ে সমাপ্ত হবে।##