মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর জেলার সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি’ এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও লটারি অনুষ্ঠিত হয়েছে আজ। বৃহস্পতিবার ২০ই ফেব্রুয়ারী সকালে নীল্যান্ড থিম পার্কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সপ্না আক্তার স্বর্নালী শাহ্ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নায়িরুজ্জামান,জেলা প্রশাসক, নীলফামারী। নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন মোঃমোহসিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত),নীলফামারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন, সাধারণ সম্পাদক নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি, মোঃ সৈয়দ আলী, চেয়ারম্যান মুক্তা হিমাগার বড়ঘাট নীলফামারী, মোঃ সহিদুল ইসলাম, অধ্যক্ষ চাঁদেরহাট ডিগ্রী কলেজ, মোঃ আরেফ রব্বানী, মনিরুজ্জামান মনি, রেদোয়ানুল হক বাবু, চেয়ারম্যান নীল্যান্ড থিম পার্ক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে নিয়েছিলেন তৈয়ুর রহমান মানিক যুগ্ম সাধারণ সম্পাদক নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি। আলোচনা সভা নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করা হয়।