মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৌর কাঁচাবাজার এলাকায় একটি দোকানকে কেন্দ্র করে গোলাপি বেগম এবং রফিকুল ইসলামের মাঝে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। দোকানের জায়গা দখল নিয়ে দুই পক্ষের মাঝে এক পর্যায়ে হাতাহাতি হয়ে উভয় পক্ষের বেশ কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি ছিল। তারি ধারাবাহিকতায় রফিকুল ইসলামের পক্ষে কথা বলায় জলঢাকা উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেনের বিরুদ্ধে গোলাপি বেগম টাকার বিনিময়ে কতিপয় সাংবাদিকদের দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় এবং মিথ্যা মামলা করায়। এ বিষয়ে আমজাদ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে দৈনিক দাবানল পত্রিকায় যে সংবাদটি প্রচার হয়েছে সেটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা ছিল না আমি এই ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমি বলতে চাই যেহেতু গোলাপি বেগম আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন আইনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে আমি আশা করব সুষ্ঠু তদন্ত করে যিনি প্রকৃত দোষী তার শাস্তি হোক।