জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
nagarsangbad24
প্রকাশিত: নভেম্বর, ২৩, ২০২৩, ১:০৮ পূর্বাহ্ণ
৩১৫ ০৯ বার দেখা হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবারও আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। মঙ্গলবার (২১ নভেম্বর) ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহ করার কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।