এবারো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান। আগামী বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
নাচে-গানে এই আয়োজন মাতাবেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, অঞ্জনা, অরুণা বিশ্বাস। তাদের সঙ্গে একসময়ের জনপ্রিয় চিত্রনায়কদের দেখা যাবে। আর এ প্রজন্মের শিল্পীদের মধ্যে আছেন ইমন-দীঘি, সাইমন-তমা, পূজা চেরীসহ বেশ কয়েকজন।
এবার প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে একসঙ্গে পারফার্ম করবেন ইমন, দীঘি ও পূজা।
এ প্রসঙ্গে চিত্রনায়ক মামনুন হাসান ইমন জানান, তিনি ও দীঘি ‘রঙিলা রঙিলা’ ও ‘সুজন সখী’ গানের সঙ্গে নাচবেন।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ট মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানের কাজ করে মানসিক শান্তি পাই। এছাড়া উপস্থাপনা আমি সবসময় উপভোগ করি।
জানা যায়, মঙ্গলবার (২২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিল্পীরা চূড়ান্ত অনুশীলনে অংশ নেবেন।