নগর সংবাদ।।জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে ইরশেদা আক্তার নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া সায়লা পারভীন নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া গ্রামের খুদু আকন্দের মেয়ে ইরশেদা আক্তার এবং একই এলাকার সানোয়ার হোসেন আকন্দের মেয়ে সায়লা পারভীন কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির অদূরে শিয়ালদহ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্যার পানির স্রোতে ভেসে যায় ইরশেদা আক্তার এবং সায়লা পারভীন।
স্থানীয়রা ইরশেদা আক্তারের লাশ উদ্ধার করতে পারলেও এখনো নিখোঁজ রয়েছে সায়লা পারভীন।
নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত ইরশেদা আক্তার। একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সায়লা পারভীন।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী বলেন, শিয়ালদহ নদীতে গোসল করতে নেমে ইরশেদা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সায়লা পারভীন নামে আরেকজন নিখোঁজ রয়েছে। ইসলামপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ সায়লা পারভীনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।