নগর সংবাদ।।টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রিয়াঙ্কা বণিকের (৬) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বহুরিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রিয়াঙ্কা বণিক মির্জাপুর পৌর এলাকার মির্জাপুর সাহাপাড়া গ্রামের প্রবীর বণিকের মেয়ে। সে সাহাপাড়া রামকৃষ্ণ মিশন কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঠাকুমার সঙ্গে লৌহজং নদীতে গোসলে যায় প্রিয়াঙ্কা। গোসল শেষে ঠাকুমার হাত ধরে পাড়ে উঠছিলো সে। এসময় হাত ফসকে নদীতে ডুবে যায় প্রিয়াঙ্কা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা ৩টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
শনিবার সকালে বহুরিয়া এলাকায় নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে।