কক্সবাজারের টেকনাফে লবণভর্তি ট্রাক থেকে ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন চট্টগ্রাম ডবলমুরিং মনসুরাবাদের মৃত কালা মিয়ার ছেলে দিলদার মিয়া (৪৫) ও চট্টগ্রামের পটিয়া উপজেলার মৌলভীহাটের বদিউল আলমের ছেলে তৌহিদুল আলম (২৩)।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, এসব ইয়াবা-লবণের মালিক টেকনাফের সাবরাং ডেগিল্যার বিলের কালু মিয়ার ছেলে হোছন আহমদ। ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।
আটকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেও জানান ওসি।