 
								 
												নগর সংবাদ।।ট্রাকভর্তি মানুষ এনে নারায়ণগঞ্জে একহাজার টাকা জরিমানা দিয়েছেন দুই ট্রাকচালক।
কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নাটোর থেকে ট্রাকভর্তি মানুষ এনে নারায়ণগঞ্জে একহাজার টাকা জরিমানা দিয়েছেন দুই ট্রাকচালক।
রোববার (১ আগস্ট) দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা দিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, কঠোর বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে বেশি ভাড়া আদায় করায় দুই ট্রাকচালককে ৫০০ করে একহাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাকের ভেতরে থাকা আইনাল জানান, ফতুল্লার বিসিক শিল্প নগরী এলাকার একটি কারখানা কাজ করেন।
তিনি বলেন, ‘আজ থেকে কারখানা খুলছে। কাজে আসতেই হবে অন্যথায় চাকরি থাকবে না। তাই যে কোনোভাবেই হোক আসতে হবে। কোনো বাস পাইনি। তাই নাটোর থেকে রাত ৯টায় ৯০০ টাকা ভাড়া দিয়ে ট্রাকে রওয়ানা দিয়েছি। সারারাত ঘুমাতে পারিনি। বৃষ্টিতে ভিজতে হয়েছে। কি করবো কাজে যোগ দিতে হবে।
