অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
মঙ্গলবার (২০ আগস্ট) টেলিগ্রাম বার্তায় অভিনন্দন জানান রুশ প্রধানমন্ত্রী।
রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার অবস্থান থেকে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বিকশিত হচ্ছে। দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক মিথস্ক্রিয়াকে শক্তিশালী করতে সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ কাজের প্রতি আমার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যা রুশ সরকার এবং বাংলাদেশ সরকারের স্বার্থ পূরণ করে।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।