শুক্রবার ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:১২
শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়া তাফসিরুল কোরআন মাহফিলে নবী প্রেমীদের ঢল Logo মেডিকেলকলেজ ভর্তিপরীক্ষার ভুয়া প্রশ্নফাঁসে গ্রেফতার ১ Logo রাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন কাণ্ড ক্ষতি দেড় কোটির অধিক Logo নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আন্ত: জেলা বৈঠক অনুষ্ঠিত Logo গাজীপুরের টঙ্গীতে পাজেরো গাড়ি থেকে মিললো ৫০ কেজি গাঁজা Logo ডাক্তার আশফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে, আর জি কর থেকে ধিক্কার মিছিল ও মানববন্ধন করেন।। Logo ছুরিকাঘাতে আহত হওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন এএসআই Logo ইট ভাটার চুল্লিতে পড়ে দগ্ধ (এসআই) এর মৃত্যু Logo ফ্যামিলি কার্ড বাতিলের প্রতিবাদে নোয়াখালীতে জেএসডির বিক্ষোভ Logo চৌহালীতে তথ্য সংগ্রহ কারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ডাক্তার আশফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে, আর জি কর থেকে ধিক্কার মিছিল ও মানববন্ধন করেন।।

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১৭, ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ণ
  • ৪ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

ডাক্তার আশফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি হানার প্রতিবাদে, আর জি কর থেকে ধিক্কার মিছিল ও মানববন্ধন করলেন।

“সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম “” কলকাতা বু্রো”

১৬ই জানুয়ারী বৃহস্পতিবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফন্টের ডাকে, ঠিক বিকেল চারটায় আর জি কর হাসপাতালের গেটের সামনে , অভয়া আন্দোলন মঞ্চের সামনে সমস্ত জুনিয়র ডাক্তাররা জমায়েত হয়ে, ধিক্কার প্রতিবাদ জানালেন,

ডাক্তার আশফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশি হানার বিরুদ্ধে, এবং আর জি কর হাসপাতাল থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত ধিক্কার মিছিল করে, শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মানববন্ধন করলেন। তাহারা জানালেন অভয়া আন্দোলনের অন্যতম সৈনিক ডাক্তার আশফাকুল্লার বাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ জন পুলিশ গিয়ে যেভাবে হেনস্থা ভয় এবং জিনিসপত্র নষ্ট করেছে আমরা তার প্রতিবাদে ধিক্কার জানাই।

 কিসের জন্য তার বাড়িতে এইসব করা হলো, এমনকি ১২ জন ডাক্তারকে সাসপেন্স দেয়া হলো কেন তার কোন সদ উত্তর পাওয়া যায়নি। ‌ আমরা মনে করি অভয়ার সমস্ত দোষীদের দোষ ঢাকা দিতেই এইভাবে ডাক্তারদের ভয় দেখানো হচ্ছে , যাহাতে ভয় পেয়ে ডাক্তাররা পিছিয়ে পড়েন কিন্তু আমরা ভয় পাবার নয়,

কেন হসপিটালে থাকার সময় তার সাথে কথা বলতে পারলেন না হঠাৎ করে কত কিলোমিটার পথ বাইকে করে গিয়ে পুলিশ প্রশাসন ভয় দেখানোর চেষ্টা করলেন, না সন্দীপ ঘোষের সমস্ত অপরাধ ঢাকতে এই পরিকল্পনা, আমি হসপিটালে দায়িত্বে থেকে একের পর এক অপরাধ করে গিয়েছেন, আজ তাকে বাঁচানোর জন্য এখন ডাক্তারদের এইভাবে ভয় দেখাচ্ছেন।

শুধু তাই নয়, তাহারা বলেন, মেদিনীপুরে যে ঘটনা ঘটেছে এটা নতুন কোন ঘটনা নয়, আমরা এর আগেও অনেকবার বলেছি, কেন শিশু হত্যা করা হলো স্যালাইন এর মধ্যে বিষ প্রয়োগ করে, কেন জাল স্যালাইন দিয়ে শিশুদের মেরে ফেলা হলো, অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রীকে তার জবাব দিতে হবে,

শুধু এটাই নয় আগামীকাল আরজি করেও দেখা গিয়েছে জলের মধ্যে ফানগাস , আমরা তারও ভিডিও করে রেখেছি, একের পর এক ঘটনা ঘটে চলেছে অথচ স্বাস্থ্যমন্ত্রী, সন্দীপ ঘোষ কে বাঁচানোর জন্য জুনিয়র ডাক্তার ও ট্রেনি ডাক্তারদের উপর দোষ চাপিয়ে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে।

এবং ডাক্তার আশফাকুল্লা নাইয়া কেউ একইভাবে হুমকি দেওয়া হয়েছে বাড়িতে গিয়ে। স্বাস্থ্য ব্যবস্থা কোথায় পৌঁছে গিয়েছে, সাধারণ মানুষও চিন্তিত, এমনকি ডাক্তাররাও চিন্তিত রয়েছেন, রকম অরাজকতা চললে, কিভাবে ডাক্তাররা পরিষেবা দেবে, আর যেই প্রতিবাদ করবে, সকল ডাক্তারদের বিভিন্নভাবে মিথ্যা অজুহাতে চাকরি থেকে বরখাস্ত করবেন,

ভয় পেয়ে এইসব করা হচ্ছে বলে জানান। অভয়ার কান্ড এবং অভয়ার মৃত্যু এতদিন হয়ে গেল তার কোন সুবিচার হলো না। নতুন করে আরো ঘটনা ঘটে চলেছে দিকে দিকে বিভিন্ন হসপিটালে, এবং সমস্ত দোষ ঢাকতে, ডাক্তারদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে, আমরা চুপ করে থাকব না, আজ সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় কোন নিরাপত্তা নাই, মেদিনীপুরের ঘটনায় পুনরায় বুঝিয়ে দিল, জন্মানো শিশুদের মৃত্যু মায়ের কোল ছিনিয়ে নিল। এই সকলের জবাব স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে।

দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, এই সকল কাণ্ডের মূল পান্ডা সেই সন্দীপ ঘোষকে সাজা দিতে হবে, এই সকল কাজ করতেন এবং একটা ডাক্তারের বাড়িতে এত জন পুলিশ কর্মী কেন গিয়েছিলেন তার জবাব দিতে হবে।

তাই আজ শয়ে শয়ে ডাক্তার আর জি করে জমায়েত হয়েছেন‌ ধিক্কার জানাচ্ছেন, আগামী দিনে আরও বিশাল আন্দোলন শুরু হবে। যদি সঠিক বিচার না পাওয়া যায়, আমরা অভয়ার পাশে আছি এ আন্দোলন থামবে না।

“”সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম ” কলকাতা বু্রো,,

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell