ডিএমপি ওয়ারী বিভাগের আয়োজনে বিভিন্ন মসজিদের খতিব সাহেবদের সাথে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং নিয়ন্ত্রণে আলোচনা সভা অনুষ্ঠিত
– মাহবুব আলমঃ
উপ-পুলিশ কমিশনার(ওয়ারী বিভাগ) ডিএমপি, ঢাকার এর সম্মেলন কক্ষে বিভিন্ন মসজিদের খতিব (ইমাম) সাহেবদের সাথে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বিপিএম মহোদয়। এসময় জনাব মোহাম্মদ আলাউদ্দিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্যামপুর জোন ও প্রশাসন; জনাব মোঃ মাসুদুর রহমান মনির,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডেমরা জোন ও ক্রাইম; জনাব এস এম শামীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ওয়ারী জোন ও অপারেশনস্ ও অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।
এ সভায় উপ-পুলিশ কমিশনার মহোদয় ইমাম সাহেবদের মসজিদে মসজিদে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধক প্রচার প্রচারণা করার জন্য এবং পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধসহ বিভিন্ন আইনী দিকনির্দেশনা প্রদান করেন।