নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা প্রদান করে হাইওয়ে পুলিশ। এ কারণে বিক্ষোভ করেছেন অটোরিকশার চালকরা।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসড়কের কাঁচপুর ওমর আলী বিদ্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে তারা এ বিক্ষোভ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ।
এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেয়।
এ কারণে আজ সন্ধ্যার দিকে প্রায় ৫০ জন চালক কয়েকটি টায়ার জ্বালিয়ে মহাসড়কে বিক্ষোভ করে। পরবর্তী সময়ে আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেই। পরিস্থিতি এখন স্বাভাবিক।