আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ
– মাহবুব আলমঃ
ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়ারী বিভাগের আওতাধীন বিভিন্ন আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. ইকবাল হোসাইন। তিনি জানান, অবহেলা, তাচ্ছিল্যও বিপজ্জনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে।
রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের প্রাণহানির পর নড়েচড়ে বসে সরকারের বিভিন্ন দপ্তর। এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ঢাকা সিটি করপোরেশন, রাজউক ও ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম। চলমান অভিযানে রাজধানীর ওয়ারী এলাকায় ৩১ রেস্টুরেন্টে অভিযান, আটক ৩৩ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ ৩১ রেস্টুরেন্ট ও হোটেলে অভিযান চালিয়েছে।
এসময় তারা ৩৩ জনকে আটক করেছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়ারী বিভাগের আওতাধীন এলাকায় হোটেল-রেস্তোরায় অপরিকল্পিতভাবে গ্যাস সিলিন্ডার ও গ্যাস লিকেজ বিস্ফোরণ ঠেকাতে অভিযান চলছে। শুধুমাত্র আজ সোমবার ৩১ হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। আর এতে ৩৩ জনকে আটক করা হয়। এগুলোর মধ্যে হোটেল মেজ্জাইন হাইলে আইয়ুন, কাচ্চি ভাই, টিউন অ্যান্ড বাইট, দ্যা ডাউনিং লাউঞ্জ, গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্ট, সাংহাই চাইনিজ,
আল মদিনা হোটেল কোনাপাড়া, সূর্যভানু রেস্টুরেন্ট অন্যতম। অভিযানে ১২টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ওয়ারীর পেশওয়ারাইন রেস্টুরেন্টের দুই ম্যানেজার গ্রেফতার রাজধানীর ওয়ারীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্টুরেন্টের দুই ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সালাউদ্দিন আহম্মেদ (২৯) ও সাইফুল ইসলাম ওরফে শিমুল (৩০)। এসময় ওই রেস্টুরেন্ট থেকে জব্দ করা হয় চারটি গ্যাস সিলিন্ডার, একটি ভাঙা গ্যাসের চুলা ও ১০০ লিটারের একটি পাতিল।
![No description available.](https://scontent.fdac136-1.fna.fbcdn.net/v/t1.15752-9/430744643_707164621613152_8939683685969499933_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=8cd0a2&_nc_eui2=AeGSIdmaWn2ARo2RhIBfeIawpXo9f6Cg65mlej1_oKDrmXOjgdoEfC_YscCJCzR0Ea_MJmEULweifoMicNJ3CCzk&_nc_ohc=bHRgdlDjK0MAX__fnsi&_nc_oc=AQk-_3cjDde7CKYcC9lJhdympoW7nLccU1KXK9U7IXTXmwfkSV2kgI6ek5O1WBfFisI&_nc_ht=scontent.fdac136-1.fna&oh=03_AdQcgJS0HeId3uFXWlLkubcznrOdC13mTRz9taTfOrgMew&oe=660DC9AA)
পুলিশ বলছে, পেশওয়ারাইন রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার রেস্টুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রান্নার কাজে সিলিন্ডার এবং চুলা ব্যবহার করেছেন। রান্নার কাজে ব্যবহারের জন্য নিরাপত্তার তোয়াক্কা না করে অসাবধানতা, অবহেলা, বেপরোয়া ও তাচ্ছিল্যপূর্ণ এবং বিপজ্জনকভাবে এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় গত ১ মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (৪ মার্চ) এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. এস. এম শামীম। তিনি জানান, ১ মার্চ দিনগত রাত ১০টা ১০ মিনিটের দিকে ওয়ারী থানাধীন পেশওয়ারাইন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইউনিট, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের কয়েকটি টহল টিম কাজ করে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায়,
![No description available.](https://scontent.fdac136-1.fna.fbcdn.net/v/t1.15752-9/429838995_700800118933830_8062732798835592757_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=8cd0a2&_nc_eui2=AeHjADoWAuLjqanU3AOxzuiEjAysjbXeQVGMDKyNtd5BUTXaeXOWEJwiuStCbbu3lwFGzqJX7PzJ8Eb0GbnrjDct&_nc_ohc=bDNCBnwX74IAX8ttQg8&_nc_ht=scontent.fdac136-1.fna&oh=03_AdTHwIVkZI5mnp3rTqHIGZSyKIvmX7vp_sb7NqmsCJjcSA&oe=660DD389)
ওই রেস্টুরেন্টের মালিক এবং ম্যানেজার রেস্টুরেন্টের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রান্নার কাজে সিলিন্ডার ও চুলা ব্যবহার করতেন। এডিসি এস. এম শামীম আরও বলেন, ১ মার্চ আগুন লাগার ঘটনার পরও পেশওয়ারাইন রেস্টুরেন্টটিতে পুনরায় রান্নার কাজে ব্যবহারের জন্য নিরাপত্তার তোয়াক্কা না করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। ৩ মার্চ ওই এলাকায় ডিউটিরত অবস্থায় এসআই মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পৌঁছালে রেস্টুরেন্টের সবাই পালানোর চেষ্টা করেন। এসময় দুই ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ওয়ারী বিভাগের আওতাধীন ৩১টি আবাসিক ভবনে থাকা রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার নেতৃত্বে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান শুরু হয়। তিনি জানান, অবহেলা, বেপরোয়া, তাচ্ছিল্যপূর্ণ বিপদজনকভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে যারা আবাসিক ভবনে রেস্টুরেন্ট করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলবে। ওয়ারী থানা এলাকায় ১০টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়। ডেমরা থানায় এলাকায় ৬টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়। কদমতলী থানায় এলাকায় ১০টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়। গেন্ডারিয়া থানায় এলাকায় ২টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া শ্যামপুর থানায় এলাকায় ৬ টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একজনকেও গ্রেফতার করা হয়নি। উল্লেখ, রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের প্রাণহানির পরে নড়চড়ে বসে সরকারের বিভিন্ন দপ্তর। তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ঢাকা সিটি কর্পোরেশন, রাজউক ও ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম। অভিযান চলবে ….