নগর সংবাদ।।পঞ্চগড়ের তেতুঁলিয়ায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এরশাদ হোসেন জুলফিকার (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে পঞ্চগড়-তেতুঁলিয়া সড়কের আজিজ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলশিক্ষক আজিজনগর এলাকার ইয়াসিন আলীর ছেলে। তিনি বুড়াবুড়ি মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে এরশাদ হোসেন স্কুলের কাজে বাসা থেকে বের হয়ে তেতুঁলিয়া উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। আজিজনগর বাজার এলাকায় গেলে তেতুঁলিয়া থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি সড়কে ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দুর্ঘটনায় ওই স্কুলশিক্ষক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।