শনিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:১৬
শিরোনামঃ
সিলেটে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে এক যুবক নিহত ৭ দিনে ১৩১ জন গ্রেফতার -যৌথ বাহিনীর অভিযানে আমার ধর্ম আমার বিশ্বাস করে যাবো শেষ নি:শ্বাস-মঈন চিশতী কবি কাজী আনিসুল হক’এর শুভ জন্মদিন- আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়-(বিআরটিএ) চেয়ারম্যান অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ৪ প্রতিষ্ঠানকে জরিমানা কালিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা,৩ জনকে আটক রূপগঞ্জে এক আসামির মৃত্যুদণ্ড ও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে সন্ত্রাসী হামলা ভাঙচুর-অস্ত্রের কোপে আহত

তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়লো,বাস ভাড়া ভাড়লো মাথা পিছু ১০ টাকা – প্রতিবাদে যাত্রীরা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৫, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ
  • ২৯৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়লো,বাস ভাড়া ভাড়লো মাথা পিছু ১০ টাকা – প্রতিবাদে যাত্রীরা।

ডিজেল-কেরোসিনের দাম বাড়ার পর ঢাকা-নারায়ণগঞ্জ পথে কয়েকটি বাসের ভাড়া হঠাৎ করে ‘ইচ্ছেমত’ বাড়িয়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বুধবার দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর কথা জানানো হয়; যা বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু তার আগেই বুধবার রাত ১২টা থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পথে চলাচলকারী ‘উৎসব’ ও ‘বন্ধন’ নামে দুটি বাসের ভাড়া ৩৬ টাকা থেকে ১৪ টাকা বাড়িয়ে ৫০ টাকা করে আদায় করা হচ্ছে।
তাছাড়া ওই পথের এসি বাস ‘শীতলের’ ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। জামাল হোসেন নামে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার এক ব্যক্তি অভিযোগ করেন, “তেলের দাম লিটারে বেড়েছে ১৫ টাকা। আর বাস মালিকরা জনপ্রতি ভাড়া বাড়িয়েছেন ১৪ টাকা। তারা বড়জোর ৫ টাকা বাড়াতে পারেন।” যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিক সমিতি বা সরকারের পক্ষ থেকে এখনও ভাড়া বাড়ানোর সিন্ধান্ত না এলেও বাস মালিকরা ‘ইচ্ছামত’ ভাড়া আদায় করছেন।
ভাড়া বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন উৎসব পরিবহনে ঢাকাগামী এক যাত্রী। তিনি নিজেকে কামাল মিয়া বলে পরিচয় দিয়ে বলেন, “যাত্রীদের প্রতি বাস মালিকেরা জুলুম করছেন। এভাবে ভাড়া বাড়ানো কতটা যৌক্তিক?” নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক এই ভাড়া বৃদ্ধিকে ‘মারাত্মক জুলুম’ বলে মনে করেন। তিনি বলেন, “দেশে সরকার থাকা সত্ত্বেও কিভাবে বাস মালিকেরা সরকারি সিদ্ধান্ত ছাড়া ভাড়া বাড়ায়? তাও আবার যাত্রীপ্রতি ভাড়া ১৪ টাকা বাড়ানোর দুঃসাহস দেখায়! এটা মারাত্মক জুলুম।” সরকারের নিয়ন্ত্রণ না থাকায় বাস মালিকেরা নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
ভাড়া বাড়ানো নিয়ে যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের কর্মীদের বাগবিতণ্ডা হচ্ছে বলে জানালেন উৎসব পরিবহনের নারায়ণগঞ্জের কাউন্টারম্যান মোহাম্মদ আদর। তিনি বলেন, “মালিকেরা ভাড়া বাড়িয়েছেন। এত টাকা কেন বাড়ানো হয়েছে তা মালিকপক্ষ বলতে পারবেন। বেশি ভাড়া আদায় করতে গিয়ে যাত্রীদের সঙ্গে আমাদের বাগবিতণ্ডার সৃষ্টি হচ্ছে।“ সরকারি নির্দেশনা ছাড়াই ভাড়া বাড়ানোর কারণ জানতে চাইলে উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. কাজল বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাস ভাড়া বাড়ানো হয়েছে।
এছাড়া টোল প্রতি খরচ হচ্ছে গড়ে ১০ টাকা। কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে ৫ টাকা নিচ্ছি। পরিবহন মালিকেরা দীর্ঘ দিন লোকসান দিয়ে আসছে। তবে যে হারে ভাড়া বাড়ছে এটা থাকবে না।” বিকালে বাস ভাড়া বাড়ানোর বিষয়ে সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ্। তিনি বলেন, “এটা আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell