দুই বাংলার সেরা সেরা যুগ্ম পুরস্কার পেলেন,,,, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি।
nagarsangbad24
-
প্রকাশিত: অক্টোবর, ২২, ২০২৩, ৩:৫০ পূর্বাহ্ণ
-
১৩৮ ০৯ বার দেখা হয়েছে
দুই বাংলার সেরা সেরা যুগ্ম পুরস্কার পেলেন,,,, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি।
শম্পা দাস— সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগরসংবাদ ২৪ ডটকম,,কলকাতা ব্যুরো
আজ মহাসপ্তমী শনিবার, বেশ কয়েকদিন ধরে বিচার পর্বের পর, আজ পুরস্কার তুলে দেওয়া হল ক্লাব কর্তৃপক্ষদের হাতে, দুই বাংলার সাংবাদিক সংগঠনদের উদ্দেশ্যে, একটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল, আর তার বিচার পর্বে যারা সেরা সেরা হয়েছেন তাদের যুগ্ম পুরস্কার তুলে দিলেন কলকাতা সাংবাদিক এবং বাংলাদেশের নিউজ এর চিফ ব্যুরো শম্পা দাস,
তিনি এপার বাংলা ওপার বাংলার সাংবাদিকদের উদ্দেশ্যে একটি কম্পিটিশনের আয়োজন করেছিলেন। বেশ কিছু বাংলাদেশের সংবাদমাধ্যমকে ও সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে এই আয়োজন করেছিলেন, যারা অতপ্রতভাবে কলকাতার অর্থাৎ ভারতের সহিত যুক্ত রয়েছেন। এবং বেশ কয়েক বছর যাবত নিউজ করে চলেছেন, তাই বাংলাদেশের সকল সাংবাদিকদের সম্মান জানাতেই এই মাতৃ সম্মানের আয়োজন এবং পুরস্কৃত করলেন দুর্গাপূজো উদ্যোক্তাদের যুগ্মভাবে।
আজ কাঁকুড়গাছি ভিআইপি রোডের সংযোগস্থলে, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি কে সেরা সেরা মাতৃ সম্মান তুলে দিলেন, এই সম্মান পেয়ে ক্লাব কর্তৃপক্ষ আনন্দিত এবং উচ্চশিত, আমরা বাংলাদেশের সকল সংবাদমাধ্যমের কাছে কৃতজ্ঞ তাহারা যেভাবে ভারতের পুজোগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমাদের বার্তা পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন। আর আজ আমরা এই পুরস্কার পেয়ে অভিভূত এবং আনন্দিত,
আপনারা এই ভাবে এগিয়ে আসুন দুই দেশে মেলবন্ধন তৈরি করুন এবং সংবাদমাধ্যমিক দুই দেশের সংবাদ এ কর্তৃত করুন। এটাই আমরা কামনা করি। তারা বারবার বেশ কয়েকটি নিউজের নামও উল্লেখ করে বলেছেন আমরা কৃতজ্ঞ, যেভাবে পুজো গুলিকে তুলে ধরে ধরার চেষ্টা করে করেছেন। আর ধন্যবাদ জানাবো আমাদের ভারতের সংবাদ বন্ধুদের যারা এই সকল পুজো দুই দেশের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছেন,,,
ধন্যবাদ জানিয়েছেন, নগর টিভি , দৈনিক প্রলয়, দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ডটকম, দৈনিক ম্যাগাজিন, দৈনিক ক্ষনিক বাংলা টিভি, একুশ টিভি, অগ্ৰ যাত্রা টিভি, নতুন খবর সহ আরো অন্যান্য সংবাদপত্র ও নিউজ পেপার , দৈনিক অগ্নিশিখা, দৈনিক সুজানগর, এবং ভারতের দৈনিক দুরন্ত বাংলা সোনার বাংলা ইউ বাংলা ও অন্যান্য টিভি চ্যানেল এবং টোটাল নিউজদের।
শম্পা দাস,সম্পাদক
দৈনিক নগরসংবাদ,নগরসংবাদ ২৪ডটকম,,কলকাতা ব্যুরো
এ বিভাগের আরও খবর...