নগর সংবাদ।। সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি- করোনা সংক্রমণ কমাতে দেশব্যাপী নতুন করে আরোপিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে, সীতাকুণ্ডর সড়কে সকাল থেকে যানবাহন ও মানুষের চলাচল কম, বিশেষ কাজ ছাড়া কেউ বের হলে জিজ্ঞাসাবাদের মধ্যে পড়তে হচ্ছে। কঠোর বিধিনিষেধের প্রথম দিনে শুক্রবারে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড এর নেতৃত্বে সীতাকুণ্ড বাজার থেকে বড় কুমিরা পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিকাল ৩.০০ টার পর দোকান/ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে, ১১ টি মামলায় ৫৪,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন,অভিযানে সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যগণ অংশ গ্রহণ করেন। কঠোর লকডাউন কার্যকরে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।