দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবীতে মিছিল ও ডেপুটেশন কর্মসূচী ।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
৮ ই আগস্ট শুক্রবার, ঠিক দুপুর বারোটায় শিয়ালদা স্টেশনের জমায়েত হয়ে, ২০২০ – ২০২২ ডি, বি এল, ই এড ইন্টারভিউ ক্যান্ডিডেটরা , এস সি ফেডারেশনের উদ্যোগে, প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবী নিয়ে , বেলা দুটোর সময়, শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি পর্যন্ত মিছিল করে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দিলেন। স্মারকলিপি জমা দিতে যান, এস সি ফেডারেশনের কর্ণধার সহ, চাকুরী প্রার্থীদের পাঁচ জন, এস সি ফেডারেশনের কর্ণধার মৃত্যুঞ্জয় মল্লিক, এস সি ফেডারেশনের উত্তর ২৪ পরগনার সেক্রেটারী মিল্টন মন্ডল সহ চাকুরী প্রার্থীদের মধ্যে ছিলেন, বিকাশ সরকার, অনিমেষ নাহার, নিলুফা ইয়াসমিন, বিদেশ ঘোষ ও মুন্না। তাদের দাবী অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় কে মান্যতা দিয়ে, ২০২০ -২২ এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি দ্রুততার সহিত সম্পূর্ণ করতে হবে এবং ২৫১৩ জনকে নিয়োগ দিতে হবে।
মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে ৪ঠা এপ্রিল 2025 যে রায় ঘোষণা হয়েছিল, স্বচ্ছতা সাথে মেধা তালিকা প্রকাশ ও ২৫১৩ জনের সম্পূর্ণ নিয়োগ, কিন্তু আজও তা সম্পূর্ণ হয়নি, তাই প্যানেলের মধ্যে দিয়ে- ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আমরা আর সময় নষ্ট করতে চাই না, আমরা স্কুলে যেতে চাই, কেন আমাদের নিয়োগ নিয়ে টালবাহানা। আর কোন কথা মানবো না, এই দাবীকে সামনে রেখেই, ১০০ থেকে ১৫০ চাকুরী প্রার্থী, পায়ে পায়ে শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত আসেন, এবং স্মারকলিপি দিতে যান, তাহারা বলেন, আমরা প্রশাসনের সহযোগিতা ও প্রশাসনের নির্দেশ মতো, আমরা এই স্মারকলিপি জমা দিতে যাচ্ছি, এবং আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমাদের কথা ভাববেন।, কিন্তু একটা কথা বলে যাই, যতক্ষণ না আমরা ফিরে আসবো, কি বলল , ততক্ষণ অন্যান্যরা এই রানী রাসমণি রোডে অপেক্ষা করবেন। যদি আমাদের কথা না রাখেন, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেবো, কি করবো, সেটা ঘোষণা করবো, আমরা আশা না পর্যন্ত, কেউ চলে যাবেন না, আমরা আবারো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, একটাই আবেদন রাখবো, যাতে দ্রুততার সহিত নিয়োগ পদ্ধতি শেষ করেন। আর আমরা অপেক্ষা করে থাকতে পারছি না। আমাদের একটা একটা করে দিন চলে যাচ্ছে।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””