সোমবার ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৯
শিরোনামঃ
যমুনা সেতু আরিচা পর্যন্ত টেকসই চায়না বাধ নির্মাণ করা হলে গড়ে উঠবে সম্ভাবনাময় অর্থনৈতিক  অঞ্চল। শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ সহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার ‘লেনদেন’ ফ্যাসিস্ট তাড়িয়ে ফ্যাস্টি বসানো ২৪শের আকাঙক্ষা নয়-নারায়ণগঞ্জে সংস্কৃতি সংগঠন।। ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে ট্রাকের ধাক্কায় নদীতে ৫ যান, তিন জনের মরদেহ উদ্ধার। সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানি মূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সংবাদ সম্মেলন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত হলেন বিপ্লবী শরিফ ওসমান বিন হাদি। শহীদ শরিফ ওসমান বিন হাদির মন্ত্রে আমাদের শির কখনো নত হবে না-অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শরিফ ওসমান বিন হাদির জানাজায় জনতার ঢল- ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’স্লোগানে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান রোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধে বিজিবি ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’-প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে-নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইলেন জাতিসংঘ।

ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ জানান-(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৬, ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ জানান-(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা প্রতিনিধি-

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে ‘হেল্প’ (হ্যারেজমেন্ট অ্যালিমিনেশন লিটারেসিন প্রোগ্রাম) নামে গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক একটি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি দুটি শব্দ খুব অপছন্দ করি। আমি অনুরোধ করব এই দুটি শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন।

তিনি বলেন, আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এখানেও কোনো এ ধরনের শব্দ নেই। মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। তাই যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।

গুলি করে ছিনতাইয়ের একটি ঘটনা এক টেলিভিশন চ্যানেলে বার বার দেখানো হচ্ছিল জানিয়ে ডিএমপির পুলিশ প্রধান বলেন, এসবি থেকে রিপোর্ট করছিল, কতবার দেখানো হয়েছে। আমি ওইদিন রিক্যুয়েস্ট করেছি প্রেসকে যে, প্লিজ এ ধরনের ঘটনা, যেগুলো মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, সেন্স অব ইনসিকিউরিটি ডেভেলপ করে তা দেখাবেন না। আপনারা পেশাগতভাবে এটা প্লিজ দেখবেন। এমন কোনো সিন/অবসিন বিষয় যদি বারবার না দেখান তাহলে আমার মনে হয় ভালো হয়। অপরাধের ক্ষেত্রে শ্যুটিং হয়ে ছিনতাই হয়েছে, এটা যদি বার বার দেখান তাহলে মানুষের মধ্যে সেন্স অব ইনসিকিউরিটি ডেভেলপ করে। তাহলে বোধহয় আর এ শহরে বসবাস করা গেলো না। কিন্তু এই যে ঘটনা, এটা তো খুবই কম। শ্যুটিং ইনসিডেন্টের ঘটনা খুবই কম।

ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রোজা শুরুর পর থেকে আমার জানামতে ছিনতাই খুবই কম। একটি রিপোর্ট এসেছে আমাদের কাছে। একজন কল সেন্টারের মহিলা কর্মী, উনি যাচ্ছিলেন, তার ব্যাগটা এক হোন্ডাচালক টান দিয়ে নিয়ে গেছে। তার একটা মোবাইল ছিল, তা নিয়ে গেছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনা ইনশাআল্লাহ নাই। বাকি আমাদের টার্গেট যাতে ঈদ পর্যন্ত ভালো থাকতে পারি।

অনুষ্ঠানে জানানো হয় হেল্প অ্যাপের মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন।

উরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যেগে ‘পাইলট প্রকল্প’ হিসেবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন হবে।মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।

গণপরিবহনে হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক অভিযোগ বা এফআইআর হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell