মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার। নীলফামারী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের হ্যাট্রিক বিজয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। সোমবার (৮ই জানুয়ারী) সকাল ১১টায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা ডিমলায় সংসদ সদস্যের বাসভবনে গিয়ে নবনির্বাচিত সাংসদকে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, সাবেক সহকারী কমান্ডার (সাংগঠনিক) বীর মুক্তিযোদ্ধা মোঃ শমশের আলী, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল আলম রব্বি, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আনজারুল হক, মোঃ শরীফ আলী সাজু প্রমুখ। নবনির্বাচিত সংসদ সদস্য নির্বাচনে জয়লাভ করতে অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।