কবি ফরিদুল মাইয়ানের সঞ্চালনায় এ সময় সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ আল মনির,কবি সোনিয়া দেওয়ান প্রীতি, কবি হারুনর রশীদ সাগর, কবি আবুল কালাম আজাদ, কবি নাজমুল হোসাইন, কবি ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, কবি রোকসানা পারভীন পিংকি, কবি খান মাহমুদ, কবি রুপক দাস, কবি মাহবুব খান রাতুল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম বিদুৎ, সংগীত শিল্পী রিয়া খান ও প্রিয়াংকা প্রমূখ। কবি ও সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সাহিত্য আড্ডা ও আলোচনা শেষে প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন কবি নাজমুল হোসাইন খান।