আজ ১৭ ই মে শুক্রবার, নাগেরবাজার থানা এলাকায় পুলিশের তৎপরতায় চলছে নাকা চেকিং এর কাজ, রাত ১০ টা থেকে শুরু হয় এই নাকা চেকিং ।
ইলেকশন যত এগিয়ে আসছে, নির্বাচন কমিশন ও প্রশাসনের দিক থেকে ততটাই তৎপরতা চলছে নাকা চেকিং এর। চার চাকা ও দু চাকার গাড়ি থেকে শুরু করে লরি কোন কিছুই বাদ পড়েনি এই চেকিং এ। যাতে নির্বাচনে কোনরকম অশান্তির সৃষ্টি না হয়,
সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাই ভোটের আগে সারা রাজ্যে চলছে নাকা চেকিং একইভাবে। পুলিশ প্রশাসনের তৎপরতায়। এই নাকা চেকিং চলবে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত।
যে সকল দুই চাকা ও চার চাকার গাড়ি আসছে , সেগুলিকে দাঁড় করিয়ে, খুলে চেক করা হচ্ছে ব্যাগ পত্র, এমনকি গাড়ির ডিগি পর্যন্ত।