নারায়ণগঞ্জ ৪ আসনে সংসদ পদপ্রার্থী সেলিম আহম্মেদ এর উপর সন্ত্রাসী হামলা -সংবাদ সম্মেলন
৪ আসনে একতারা প্রতিক নিয়ে নির্বাচনে আসি। সমর্থন কারীদের নিয়ে গণসংযোগে যাই। ফতুল্লা রামার বাগ সন্ত্রাসী এমরান বাহিনী রাস্তা গতিরোধ করে এবং বলে কোন একতারা নির্বাচন হবে না।
এখান থেকে পালান প্রশাসন ও নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থা বলে নির্বিঘ্নে প্রচারণা করেন। সমস্যা হলে ব্যবস্থা নিবো। আমার কর্মীদের মধ্যে ৫/৭ জন অর্তকিত হামলা কেন করলো আমি বোধগম্য নয়। আমি ফতুল্লা থানা ওসি কে অবগত করলে অফিসার ইনচার্জ এসে কথা বলে গেছেন।সন্ত্রাসী হামলাকারীরা এখনো আমার বাসার আশেপাশে ঘুরেফিরে আছে। যেহেতু অশুভ দুষ্কৃতিকারীরা আমার ও আমার কর্মীদের উপর হামলা করে। হুমকী দিচ্ছে নির্বাচন থেকে সরে দারানোর, আমি আমার কর্মী দের নিয়ে নিরাপত্তা হীনতায় আছি।আমার বিশ্বাস প্রশাসন ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।