মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হয়। পূজা-অর্চনা শেষে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত করা হয়।
কয়েক ধাপে শেষ করতে হলো মায়ের পূজো,ভক্ত দের মায়া কান্নায় বিদায় দিতে হলো দূর্গা মাকে,,,
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা৷ জেলা প্রশাসনের সহযোগিতায় বিকেল থেকে নগরীর শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। এ ছাড়াও সদর উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপের প্রতিমা এনে শীতলক্ষ্যা ৫নং ঘাটের জেডতে বিসর্জন দেন সনাতম ধর্মাবলম্বীরা। পুলিশ, র্যাব ও আনসারসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় নিয়োজতি থাকে।
সন্ধ্যার পর থেকে নারায়ণগঞ্জ শহরের পূজা মণ্ডপ থেকে প্রতিমা ট্রাকে করে নেওয়া হয় শহরের ৩নং মাছ ঘাট এলাকায়।
এছাড়া আমলাপাড়া,রামকৃষ্ণ মিশণ, ফতুল্লার প্রতিমাগুলো বুড়িগঙ্গা, সোনারগাঁও ও আড়াইহাজারের প্রতিমা মেঘনায় বিসর্জন দেওয়া হয়।
এদিকে, নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলার। বিভিন্ন মন্দিরে ঐতিহ্যবাহী আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের প্রতিটি মন্দিরে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।