 
								 
												নগর সংবাদ।। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজকে হুমকি-সন্ত্রাসী হাজীরিপনের
এবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজকে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক হাজী বজলুর রহমান রিপন (হাজী রিপন) এর বিরুদ্ধে অসাধাচারন ও হুমকির অভিযোগ উঠেছে। আজ ২৮ই জুন সোমবার হাজী রিপনের অসাধাচারন ও হুমকির অভিযোগে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন। জিডি নং ১১৪২, তারিখ ২৮-০৬-২
জিডিতে উল্লেখ করা হয়েছে, আজ ২৮ই জুন সোমবার দুপুর সোয় একটায় তিনি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর ৫ম তলা থেকে লিফটে নামছিলেন। ক্লাবে ৬ষ্ঠ তলা থেকে লিফটে এসে ৫ম তলায় থামে শহরের সন্ত্রাসী হিসেবে পরিচিত হাজী রিপন। আমি লিফটে উঠে তৃতীয় তলায় থামি। এখান থেকে আমার দুই জন বন্ধু লিফটে উঠে। তারা লিফটে উঠতে ৭ থেকে ১০ সেকেন্ড দেরী হয়। এ নিয়ে হাজী রিপন ও তার সাথে থাকা নীল শার্ট পড়া এক ব্যক্তি ভুই উত্তেজিত হয়ে উঠে। হাজী রিপন আমাকে আমি মিনিষ্টার হয়ে গেছি কিনা, দেখিয়ে দিবো এ ধরনের কথা বলতে বলতে নিচে নামে। নিচে লিফট থামলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ম্যানেজার শাহ আলমকে দেখতে পাই। হাজী রিপন হৈ চৈ করতে থাকলে ম্যানেজার শাহ আলম প্রতিবাদ করলে রিপন তার সাথেও উত্তেজিত হয়ে উঠে। এ সময় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, প্রেস ক্লাবে পিয়ন রাকিবসহ আশপাশের লোকজন চলে আসে এবং তার উত্তেজিত আচরনের প্রতিবাদ জানায়। এ সময় সবার ক্ষোভের মুখে সে পালিয়ে যায় বলে জানা যায়।
উল্লেখ, এর আগে চলতি বছর ২৩ই মার্চ মঙ্গলবার পেশাগত দায়িত্বপালন কালে নারায়ণগঞ্জের ফটো সাংবাদিক প্রীতমের উপর বর্বোরচিত, সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় সন্ত্রাসী হাজী রিপন, সন্ত্রাসী কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও সন্ত্রাসী স্বপ্ননীড় হাউজিং এর হারুন অর রশিদসহ ৪০/৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে উল্লেখ করে ২৪ই মার্চ বুধবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়।
০২
