নগর সংবাদ।। করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের প্রঙ্গাপনে সাতদিন কঠোর লকডাউনে প্রথমদিনে বৃহঃস্পতিবার সকাল থেকে পুলিশ সেনাবাহিনী কঠোর অবস্থানে চাষাড়া , ২নং রেলগেট, মেট্রো হল মোড় সহ শহরে বিভিন্ন সড়কের রিক্সা ও ব্যক্তিগত গাড়ি ছিল পরিমানে কম। রিক্সা ও প্রাইভেট গাড়িতে আইন শৃঃঙ্খলা বাহিনী জিঙ্গাসাবাদ করছে ।কেন বের হয়েছে কি কারন। অন্য দিনের তুলনায় অটো গাড়ি চলছে খুব কম।
সড়ক, রেল,নৌপরিবহন বন্ধ রয়েছে।বন্দর থেকে শ্রমিকদের পাড়া পাড়ের জন্য কয়েকটি ট্রলার চলাচল করেছে।তবে বিভিন্ন এলাকায় চায়ের দোকান খোলা রয়েছে। তবে শপিংমল ,মার্কেট, সরকারী, আধাসরকারী, সরকারী বেসর অফিস বন্ধ থাকায় রাস্তায় মানুষের সংখ্যা খুবই কম।করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ সরকার ৫ই এপ্রিল থেকে ধাপে ধাপে বিধি নিষেধ দিয়ে আসছে দেশব্যাপী। করোনা নিয়ন্ত্রণে না আসায় ১ই জুলাই থেকে কঠোর বিধিনিষেধ(লকডাউন)