নগর সংবাদ।।করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ করার জন্য ২২জুন থেকে ৩০জুন পর্যন্ত ঢাকার আশেপাশের ৭জেলায় সর্বাত্মক লকডাউনের সিন্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য মন্রনালয় ।৭জেলার মধ্যে অন্যতম জেলা শিপ নগরী নারায়ণগঞ্জ লকডাউনের প্রথম দিনের কঠোর ভাবে পালিত হচ্ছে ।তার বিভিন্ন অযুহাতে লোকজন বাসা থেকে বের হচ্ছে থামানো যাচ্ছে না জনস্রোত ,সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন নারায়ণগঞ্জ থেকে বন্ধ ছিল সকল প্রকার গনপরিবহন ,হোটেল রেস্তোরা খোলা ছিল সীমিত ।
প্রতিদিনের মত ছিল না শহরে হকার দের অবৈধ দখল দোকান পার্ট।সকালে লকডাউন কঠোরতা থাকলেও বিকেলে জনসাধারণ কে দেখা যায়,লকডাউন উপভোগ করতে বাসা থোকে বের হয়ে সর্বএ লকডাউন পালিত হলেও আওতামুক্ত রয়েছে রপ্তানি মূখী শিল্প প্রতিষ্ঠান ।এছাড়া নগরীতে পন্যবাহি জরুরী সেবায় নিয়োজিত যান চলাচল করলেও গনপরিবহন বন্ধ থাকায় সড়কে তেমন চাপ ছিলো না ।তবে চাষাড়া এললাকায় প্রতিদিনের মত ব্যস্ত থাকতে দেখা গেছে, কর্মরত ট্যাফিক পুলিশের কর্মকর্তা দের সরেজমিনে দেখাযায়,২নং রেল গেইট এলাকায় রেল লাইনের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা ফলের দোকান গুলো খোলা থাকতে দেখা যায় ।তবে শহরে সাধারন মানুষের চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় কম।