সোমবার ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:০৭
শিরোনামঃ
Logo সিরাজগঞ্জ চৌহালীতে জিয়া মঞ্চের কমিটি গঠন Logo কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত,দুজনকে আটক Logo মাদক কেনার টাকা জোগাড় করতে চলন্ত বাসে ডাকাতি,গ্রেফতার ৩ Logo নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা Logo ৫ম বিয়ে করার জন্য স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রী Logo ইউএনও ফজলে এলাহী ও মাদ্রাসা সুপার নুর আহম্মদের বিরুদ্ধে জনতার ‘মানববন্ধন’ Logo রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী মরমপাড়া ইউনিটের উদ্যোগে তাফসিরুল মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গুনিয়ায় কর্মী সম্মেলনে অধ্যক্ষ আমিরুজ্জামানকে জামায়াতের প্রার্থী ঘোষণা Logo ২১শে প্রভাত ফেরীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সমিতির বিনম্র শ্রদ্ধা Logo নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ সরকারের হর্টি ফুড ফেস্টিভ্যাল ২০২৫ সমাপ্তি।

নারায়নগন্জ সিটিকর্পোরেশন নির্বাচনের মাঠে প্রার্থীগন।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২১, ৭:১৬ পূর্বাহ্ণ
  • ৪১১ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নগর সংবাদ।।নাসিক ভোটে মাঠে প্রার্থীগন, মেয়র প্রার্থী ৬, (সাধারণ পুরুষ ) কাউন্সিলর প্রার্থী ১৬২ ,সংরক্ষিত নারী৩৫  প্রার্থী।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ভোট যুদ্ধে নামতে যাচ্ছে ৬ মেয়র প্রার্থী ও ১৯৭ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে পুরুষ (সাধারণ) কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১৬২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আছেন ৩৫ জন প্রার্থী।

Open photo

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ সময় ঋণ খেলাপি ও ভোটার তালিকায় গরমিল থাকায় ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার আবেদনকারীদের উপস্থিতে শুনানি করেন। মাহফুজা আক্তার বলেন, মেয়র পদে আবেদনকারী খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. মাসুম বিল্লাহ ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌসের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদের জমা দেওয়া ৩০০ ভোটার তালিকায় গরমিল পাওয়া গেছে। এ কারণে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম এবং তার কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিল না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার দাখিল করা ৩০০ ভোটার তালিকায় গরমিল রয়েছে। ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

অপরদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে কমিশন।

এর আগে সাধারণ ও সংরক্ষিত নারী ওয়ার্ড মিলিয়ে মোট ২০২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলে। বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। যাচাই-বাছাইয়ে

একজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং চারজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- নাসিকের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী দিলারা মাসুদ ময়না, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফকির উল্লাহ, ২২ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী সুলতান উদ্দিন আহমেদ ভূঁইয়া (বর্তমান কাউন্সিলর) ও কাজী জহিরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া আয়কর হিসাব ও ব্যাংক হিসাবে গড়মিল পাওয়া গেছে। তাদের ব্যাংক ঋণও রয়েছে। এ কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার সুযোগ রয়েছে।

কাউন্সিলর পদে নির্বাচন করবেন যারা: সিদ্ধিরগঞ্জ অঞ্চল ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওমর ফারুক, মাহমুদুর রহমান, হাজী মো. আনোয়ার ইসলাম, মো. আবদুর রহিম, মো. জাহিদুল ইসলাম, হাজী আব্দুল মালিক, মো. মাহাবুব আলম। ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন, সামসুল আলম, মো. কামাল হোসেন, মো. ইসমাইল, মো. আমিনুল হক ভুঁইয়া, মো. আবুবকর সিদ্দিক, মো. রহিম উদ্দিন, সোহরাব হোসেন, সুলতান গিয়াস উদ্দিন, আ. হেকিম। ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শাহ্জালাল বাদল, এ আর ফররুখ আহমাদ, চাঁদনী আক্তার জ্যোতি, আলমগীর, ইরান, তোফায়েল হোসেন। ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসান, নুর উদ্দিন মিয়া, আরিফুল হক হাসান, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, জহিরুল হক। ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, জাহাঙ্গীর আলম, কুতুব উদ্দিন, ইসমাইল, আনিসুর রহমান, কানিজ ফাতেমা, মিজানুর রহমান, কবির হোসেন। ৬ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, এসএম আসলাম, মজিবুর রহমান মণ্ডল, মোহাম্মদ মিজানুর রহমান, রোকেয়া রহমান, আল মামুনুর রশীদ। ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ফজলুল হক জুয়েল, নবাব আলী, সালাউদ্দিন, মহসীন শেখ, মেহেদী হাসান, সবুজ শেখ, মোহাম্মদ মিজানুর রহমান, আলাউদ্দিন ভুঁইয়া, তানজীম কবির সজীব, তৌহিদ কবির, নুরুল আমিন দুলাল, মোহাম্মদ মুশফিকুর, সানোয়ার হোসেন। এই ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা কিছুদিন পূর্বে মারা গেছেন। ৮ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, মহসিন ভুঁইয়া, সোহেল রানা, মেহেবুব হাসান ফারুকী, সালাহ উদ্দিন আহম্মেদ, তারক নাথ সাহা, যুবদল নেতা সাগর প্রধান, দেলোয়ার হোসেন খোকন। ৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান, রোকশত আলী, মোহাম্মদ মাসুদুর রহমান, মো. রোকশত আলী, বিল্লাল হোসেন, সুমনুর রহমান। শহর অঞ্চল ১০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ইফতেখার আলম খোকন, মোহাম্মদ লিয়াকত আলী, সিরাজ খান। ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জমশের আলী ঝন্টু, মহসীন উল্লাহ, সাইফুল হাসান, অহিদুল ইসলাম, সেলিম আহমেদ হেনা, আনোয়ার হোসেন মুক্তি, শাহাদাত হোসেন। ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম শকু, নাইম হোসেন, সেলিম খান।

১৩ নম্বর ওয়ার্ডে সামাজিক সংগঠন”জাগ্রত নারায়নগন্জ”প্রতিষ্ঠাতা সভাপতি, মো:রবিন হোসেন।

মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, এসএম মোজাম্মেল হক মামুন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রবিউল হোসেন, লিটন, শাহ ফয়েজ উল্লাহ, শায়েক রেজা। ১৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও জাতীয় পার্টির নেতা শফি উদ্দিন প্রধান, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, দিদার খন্দকার, মাসুম আহম্মেদ। ১৫ নম্বর ওয়ার্ডে হোসেন মো. রাসেল, অসিত বরণ বিশ্বাস, খোকন সাহা, জিএম আরমান, মাকসুদ হোসেন রকি। ১৬ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, সাইদুল ইসলাম, সাবেক কাউন্সিলর ওয়ায়দুল্লাহর ভাতিজা রিয়াদ হাসান, হোসিয়ারি সমিতির পরিচালক কবির হোসেন। ১৭ নম্বর ওয়ার্ডে মোস্তাক হোসেন, অলিউদ্দিন ভুঁইয়া, আব্দুল করিম বাবু, ফারহানা করিম, তাহের উদ্দিন আহমেদ সানি, শেখ মোহাম্মদ হাছান আলী।

১৮ নম্বর ওয়ার্ডে

হান্নান মিয়া, মকছুদুর রহমান জাবেদ, কবির হোসাইন, কামরুল হাসান মুন্না, রাজিবুল হাসান, খলিলুর রহমান, শাকিল হোসেন। বন্দর (কদমরসুল) অঞ্চল: এই অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন, বর্তমান কাউন্সিলর ফয়সাল মো. সাগর, মোখলেছুর রহমান চৌধুরী। ২০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গোলাম নবী মুরাদ, জাহাঙ্গীর, শাহেনশাহ আহম্মেদ, সহিদুল হাসান মৃধা, হাছান মাসুম মিয়া। ২১ নম্বর ওয়ার্ডে আজিজুল হক, নুর হোসেন, শাহীন মিয়া, বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকার, রমজান হোসেন। ২২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহম্মেদ ভুঁইয়া, যুবলীগ নেতা মাসুদ খান ওরফে খান মাসুদ, শাহ আলম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান (স্মৃতি), মোহাম্মদ আব্দুল কুদ্দস।

২৩ নম্বর ওয়ার্ডে

লিটন মিয়া, হান্নান, বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা। ২৪ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল হোসেন, আমজাদ হোসেন, বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন, আশ্রাফুল ইসলাম, মোসা. নুর জাহান, আব্দুস সাত্তার, মোহাম্মদ খোকন।

২৫ নম্বর ওয়ার্ডে

মোশারফ হোসেন, সাইদুর রহমান, সামছুল আলম, এনায়েত হোসেন, মোহাম্মদ বেলায়েত হোসেন। ২৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ইলিয়াস, বর্তমান কাউন্সিলর মো. সামসুজ্জোহা, মোজাম্মেল হক, মোহাম্মদ সুমন রহমান, আকতার হোসেন, আলী হোসেন। ২৭ নম্বর ওয়ার্ডে ফারুক, মো. ফারুক, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বাদল, আলমগীর মিয়া। এই ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান বাবুল কয়েকমাস পূর্বে মারা গেছেন। সংরক্ষিত নারী আসন এদিকে সংরক্ষিত নারী আসনে মোট ৩৬ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে

যাচাই-বাছাইয়ে টিকেছেন বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফর, জিয়াসমিন আক্তার জুথি, নাজমা বেগম, আশুরা বেগম, শামীম এঁরা লাভলী, চম্পা ভুঁইয়া। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সুমি বেগম, ডলি আক্তার, বর্তমান কাউন্সিলর মনোয়ারা বেগম, জান্নাতুল ফেরদৌস নীলা। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মিতু রহমান, বর্তমান কাউন্সিলর আয়শা আক্তার দিনা, রেহানা পারভীন, তাসনুভা নওরীন ইসলাম, শারমিন শাকিল মেঘলা, জাহানারা হাকিম।

১০, ১১ ও ১২ নম্বরওয়ার্ডে

নুপুর বেগম, বর্তমান কাউন্সিলর মিনোয়ারা বেগম, মৌসুমি ভুঁইয়া। ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি, নারী সংহতি আন্দোলনের পপি রানী সরকার ।১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা হাসান, সানজিদা আহমেদ জুয়েলী, সাবেক কাউন্সিলর খোদেজা খানম নাসরীন। এই ওয়ার্ডে গত ৫ বছরে ব্যাপক কাজ করে জনপ্রিয়তার শীর্ষে আছেন বর্তমান কাউন্সিলর বিভা হাসান।

১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে

নুরুন্নাহার বেগম, মায়ানুর আহমেদ, শারমিন ইসলাম, বর্তমান কাউন্সিলর শিউলী নওশাদ।২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে শাহনাজ আক্তার ভুঁইয়া, ডলি বেগম, বর্তমান কাউন্সিলর শাওন অংকন, সুরাইয়া ভুঁইয়া। ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হোসনে আরা, সানিয়া আক্তার, শাহী ইফাৎ জাহান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell