শনিবার (৪ নভেম্বর) বিকেলে ডিএমপিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অবরোধের নামে কেউ বাসে আগুন ধরিয়ে দিলে, যাত্রীবেশে কোনো বাসে উঠে পেছনে বসে, গান পাউডার দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বাস থেকে নেমে যাওয়া এটি সুস্পষ্ট ফৌজদারি অপরাধ।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতেই পারে। তবে অবরোধকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা করতে না পারে। আমরা পদক্ষেপ নিয়েছি। ঢাকাবাসীর নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, অবরোধ করার যেমন অধিকার রয়েছে, অবরোধ না করারও অধিকার রয়েছে। কাজেই ঢাকাবাসী যদি অবরোধ না করে তাকে অবরোধ পালন করতে বাধ্য করা যাবে না। যদি কেউ বাধ্য করতে আসে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, প্রত্যেক নাগরিকের নাগরিক দায়িত্ব রয়েছে। কারণ, সবার আগে দেশ। কাজেই আগামী দুই দিন যে অবরোধ কর্মসূচি, সেটিকে কেউ যেন নাশকতায় রূপান্তর করতে না পারে। কেউ যেন ঢাকাবাসীর স্বাভাবিক চলাচলকে রুদ্ধ করতে না পারে, নাগরিক জীবনকে দুর্বিষহ করতে না পারে। আগুনে পুড়িয়ে কেউ যেন কাউকে হত্যা করতে না পারে। সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। নগরবাসীকে আহ্বান জানাব, আপনারাও নাশকতাকারীকে পুলিশের হাতে ধরিয়ে দেন।