মঙ্গলবার ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:৪৭
শিরোনামঃ
দিল্লির  লালকেল্লার সামনে যাত্রীবাহী গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ- নিহত  ১৩ দিল্লির  লালকেল্লার সামনে যাত্রীবাহী গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ- নিহত  ১৩ আহত ২৫ ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক তৌফিকুল ইসলাম ও শ্রেষ্ঠ যুব সংগঠক সোহাগ মহাজন মহাসচিব নির্বাচিত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ডবল মার্ডার -প্রধান আসামি রিফাত বাহিনীর প্রধান গ্রেফতার করে র‌্যাব। এমপিওভুক্তির দাবিতে পূর্বঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে শিক্ষকদের উপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৪ শিক্ষক আহত। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কোলাকুলি করে শান্তি চুক্তি মেলবন্ধন অনুষ্ঠিত আনন্দ পুর রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে পুড়ে ছাই ৩ সবজির দোকান জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে,৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হল। নির্বাচন নিয়ে বিভ্রান্ত বক্তব্য দিচ্ছেন যারা, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর-প্রেস সচিব শফিকুল। আলম

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি পাচ্ছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৮, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
  • ১৯৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি পাচ্ছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নিজের প্রতীক (নোঙর) বরাদ্দ পাওয়ার পর তিনি এ অভিযোগ করেন।

মুঠো ফোনে কল ও ক্ষুদেবার্তাসহ বিভিন্ন মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি পাচ্ছেন পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। প্রতিকার চেয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

লিখিত অভিযোগ পত্রে ডলি সায়ন্তনী উল্লেখ করেছেন- আমি একজন পেশাদার সঙ্গীতশিল্পী। দেশ তথা সারা বিশ্বে আমার বেশ জনপ্রিয়তা রয়েছে। অনেক সময় ভক্তরা আবেগতাড়িত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পাশাপাশি নির্বাচন বন্ধ করা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র রয়েছে। বিএনপি-জামায়াতসহ নানা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা করছে। আমি প্রার্থী হওয়ায় ইতোমধ্যে বিভিন্নভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে তাই নিজের নিরাপত্তা ও রাষ্ট্রের মহান উদ্যোগকে ফলপ্রসূ করতে সহযোগিতা কামনা করছি।

অভিযোগের মাধ্যমে সার্বক্ষণিক অস্ত্রধারী নিরাপত্তা রক্ষীর আবেদনও করেন তিনি।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডলি। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের পর এলাকায় আমার একটি আলাদা ইমেজ তৈরি হয়েছে। মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি আমি। কিন্তু আমি যাতে নির্বাচন করতে না পারি এজন্য ফোনে ও মেসেজে বিভিন্ন হুমকি আসছে। তাই আমি নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছি। আশা করছি সবার সহযোগিতায় একটি উৎসবমুখর নির্বাচন হবে। তাই নির্বাচন কমিশন ও প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ এসেছে। প্রার্থীদের সব অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রতীক বরাদ্দ দেন। প্রথম ধাপে পাবনা-১, ২, ৩ আসনের প্রার্থীদের এবং দ্বিতীয় ধাপে পাবনা-৪, ৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন তিনি।

এ সময় জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে পাবনার পাঁচটি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাবনার আসনগুলো থেকে যারা দলে থেকে নির্বাচন করছেন তাদের দলীয় প্রতীক দেওয়া হয়েছে। এর বাইরে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ ট্রাক, পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল ও পাবনা সদরের বাংলাদেশর ওয়াকার্স পার্টির কমরেড জাকির হোসেন হাতুড়ি মার্কা বরাদ্দ পান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell