দীপক রায় নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারী আত্মিক উদ্দীপনা ও বিশেষ আরোগ্যদায়ী প্রার্থনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেল ৪ঃ৩০ মিনিটে নীলফামারী লক্ষীচাপ ইউনিয়নের কচুয়াচৌরাঙ্গী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও আমেরিকা থেকে আগোত স্বনামধন্য বক্তাবৃন্দ। এই সভায় উপস্থিত ছিলেন নীলফামারী থানার ইনচার্জ অফিসার রাসেল শেখ, এবং এই প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন রেভাঃ পিটার আর বিশ্বাস সভাপতি, – UPCB, আরও উপস্থিত ছিলেন লক্ষিচাপ ইউনিয়নেয় চেয়ারম্যান ( কচুয়াচৌরাঙ্গী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক) আমিনুর রহমান, রেভাঃ জেমস হালদার- সহসভাপতি – TKC, রেভাঃ দিবাকর মোল্লা, সম্পাদক – DBLM এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া সহ বিভিন্ন ধরনের মিডিয়ার ব্যক্তিগন, এসময় এই সভায় অসুস্থ রোগী সহ সকল প্রকার প্রাণীর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করাও।। প্রার্থনা শেষে অনুষ্ঠান শেষ করা হয় প্রথম দিনের ন্যায়।