মাসুদ রানা, স্টাফ রিপোর্টার আজ ১৯ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকনমাটি নামক এলাকায় অবস্থিত মোঃ জাফর ইকবাল (পলাশ) এর মালিকানাধীন মেসার্স শালকী ব্রিকস এবং বেতগাড়া নামক এলাকায় অবস্থিত মোঃ জামিয়ার রহমান এর মালিকানাধীন মেসার্স এম এস বি ব্রিকস নামক ০২ ( দুই) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উক্ত ০২ (দুই) টি ইটভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ৮(৩) ধারা লংঘনের দায়ে যথাক্রমে মেসার্স শালকী ব্রিকসকে ১,৪৫,০০০/-(এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা ও মেসার্স এম এস বি ব্রিকসকে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা করে মোট ২,৯৫,০০০/-(দুই লক্ষ পঁচানব্বই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক প্রদান করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে নীলফামারী পুলিশ বিভাগ ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস, নীলফামারী এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।