নীলফামারীতে ইট ভাটায় অভিযান, তিন ভাটায় চার লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা
মোঃ মাসুদ রানা স্টাফ রিপোর্টার। আজ ২১ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় ও সৈয়দপুর উপজেলা প্রশাসন, নীলফামারী এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর নামক এলাকার আইসঢাল মৌজায় অবস্থিত মোছা: নারজুমেরা খাতুন এর মালিকানাধীন মেসার্স এ বি এল ব্রিকস এবং কুজিপুকুর মৌজায় অবস্থিত মোঃ আব্দুর রাজ্জাক (রাজু) এর মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস ও মোঃ জাহিদ সরকার এর মালিকানাধীন মেসার্স ইউ বি এল ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। এ সময় ০৩ (তিন) টি ইটভাটার মালিক কে অনুমোদনবিহীনভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মোট ৪,৩০,০০০/-(চার লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
এ সময় ইটভাটার কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। উপজেলা ভূমি অফিস, সৈয়দপুর এর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। নীলফামারী জেলা পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিসের এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।