মোঃ মাসুদ রানা , স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-এর দিকনির্দেশনায়, জলঢাকা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম-এর নেতৃত্বে, জলঢাকা থানার অভিযান টীম গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা পৌরসভাধীন কদমতলী এলাকা হতে জুয়া খেলা অবস্থায় হাতে নাতেধৃত আসামি ১)মোঃ পাভেল ইসলাম ২৫) পিতা মোঃ ওফিয়ার রহমান ২)মোঃ আব্দুর রাজ্জাক (৩৫) পিতা মোঃ আবু বক্কর সিদ্দিক, ৩)মোঃ মোখলেছার রহমান বেল (৩৪) পিতা মোঃ রফিকুল ইসলাম ৪)মোঃ বাদশা মিয়া (৩৭) পিতাঃ মৃত আজিজার রহমান ৫) মোঃ ইউনুস আলী (২৭) পিতা-মৃত তসলিম উদ্দিন ৬)মোঃ রব্বানী হোসেন (২৪) পিতাঃ-মৃত আব্দুল হালিম ৭)মোঃ জিল্লুর রহমান( ৩৬) পিতা মৃত-আব্বাস আলী ৮) মোঃ জিয়ারুল ইসলাম (৩২) পিতা মৃত-আঃ হামিদ ৯) মোঃ খাইরুল ইসলাম (৩৮) পিতা মৃত-লুৎফর রহমান উভয়ের সাং- কদমতলী ১০)মোঃ মনোয়ার হোসেন (২৩) পিতা মৃতঃ-ইউসুফ আলী গ্রামঃ-দুন্দ্বীবাড়ি (মাইজালীপাড়া) সকলের থানাঃ- জলঢাকা জেলাঃ নীলফামারীগনকে গ্রেফতার করে। তাদের নিকট হতে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে চটের বস্তা, ০১ বান্ডিল তাস, নগদ ৫,৩২০/(পাঁচ হাজার তিনশত বিশ)টাকা জব্দ করে ৷
অপরদিকে ধৃত আসামিগণ বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা কালীন সময় তাহাদেরকে ফৌঃকাঃবিঃ আইনের ১৫১ ধারা মতে আসামী ১১)মোঃ সিরাজুল ইসলাম (২৬) পিতা মোঃ রফিকুল ইসলাম সাং- বামনা বামনি ১২)মোঃ আলমগীর হোসেন (৩০) পিতা মৃত-লুৎফর রহমান সাং- কচুকাটা (উত্তরপাড়া) থানাঃ+জেলা-নীলফামারী ১৩)মোঃ শাহিন আলম (২৫) পিতা মোঃ নিজাম উদ্দিন ১৪) মোঃ লিটন ইসলাম (১৯) পিতা মোঃ সামসুল হক উভয় সাং বামনা বামনী সর্ব থানা জলঢাকা ১৫) মোঃ হুমায়ুন কবির (২২) পিতা- মোঃ লেবু মিয়া সাং- বাইশ পুকুর খালিশা থানাঃ-ডিমলা জেলাঃ-নীলফামারীগনকে গ্রেফতার করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়