শনিবার ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৩
শিরোনামঃ
Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ৫ ইটভাটার জরিমানা, উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ Logo ট্টগ্রাম সাতকানিয়ায় রেহেনা বেগম কে মারধরের দায়ে থানায় অভিযোগ! Logo সারাদেশে হাড় কাঁপানো শীত কমবে, রবিবার জানালো আবহাওয়া অফিস। Logo সি এ এস ফটো অ্যাকাডেমী আয়োজিত, আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীর ২০২৫ এর শুভ সূচনা Logo গ্রাম আদালতেই গ্রাম্য সমস্যা সমাধান করে প্রশংসা কুড়িয়েছে চেয়ারম্যান–হাবিবুর রহমান Logo আশুলিয়ায় ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগ সহকারী উপপরিদর্শকের বিরুদ্ধে Logo রাজধানীর ধানমন্ডি সীমান্ত স্কয়ার শপিং মলে শুক্রবার জুমার নামাজের সময়-ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে চুরি সংগঠিত হয় Logo পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার-১৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে Logo সালিশ বৈঠকে ধর্ষণের ন্যায়বিচার না পেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর আর্তহত্যা Logo দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম

নুহাশপল্লীর উন্নয়ন অস্ট্রেলিয়া থেকে ফান্ড আছে বলে শাওনের থেকে কাছ ৩২ হাজার টাকা প্রতারণা-যুবক গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২২, ১:৩৯ পূর্বাহ্ণ
  • ১৪১ ০৯ বার দেখা হয়েছে

       
 
  

নুহাশপল্লীর উন্নয়ন অস্ট্রেলিয়া থেকে ফান্ড আছে বলে শাওনের থেকে কাছ ৩২ হাজার টাকা প্রতারণা-যুবক গ্রেফতার

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩২ হাজার টাকা হাতিয়ে নেওয়া যুবককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেফতারকৃতের নাম মো. রবিউল ইসলাম (৪১)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ভুয়া রেজিস্ট্রেশন করা চারটি সিমকার্ড জব্দ করে ডিবি।

 

এ সংক্রান্ত মামলার তদন্ত করছিল ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এসব তথ্য নিশ্চিত করেন ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক।

তিনি জানান, সম্প্রতি প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৩২ হাজার টাকা খোয়ান কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন। তার মোবাইলে ফোন করে নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দিয়ে রবিউল ইসলাম জানান, নুহাশপল্লীর উন্নয়ন বাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অংকের একটি ফান্ড এসেছে। এ ফান্ড বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের এক উপ-সচিবের মোবাইল নম্বর দিয়ে শাওনকে যোগাযোগ করতে বলেন ওই প্রতারক। শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অন্য প্রান্ত থেকে নিজেকে উপ-সচিব পরিচয় দেন প্রতারক রবিউল। এ সময় তাকে জানানো হয়, ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ ৩১ হাজার ৮৫০ টাকা দিতে হবে।

শাওনও বিশ্বাস করে টাকা দেন। এরপর যোগাযোগ করে নম্বরটি বন্ধ পান। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুহাশ পল্লীর ম্যানেজার বাদি এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক জানান, ২০১৯ সাল থেকে প্রতারক রবিউল ইসলাম বিভিন্ন কৌশলে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নম্বর সংগ্রহ করেন। পরে ওই নম্বরগুলোয় কল করে প্রতারণা করতেন তিনি। কখনও নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া; কখনও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও অন্যান্য সংসদ সদস্যদের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রধানের কাছে বিদেশি অনুদানের কথা বলে অর্থ আদায় করতেন।

রবিউল অনুদানের অর্থ প্রাপ্তির জন্য ভুক্তভোগীদের সরকারি ভ্যাট ট্যাক্স ও প্রসেসিং ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেওয়ার কথা বলতেন। ফি’র টাকা মোবাইল ব্যাংকিং নগদ/বিকাশের মাধ্যমে নিয়ে পরবর্তী সময়ে যোগাযোগ বন্ধ করে দিতেন।

প্রতারক রবিউলের নামে আরও বেশ কয়েকটি মামলা চলমান। এ পর্যন্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আসামির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের প্রধান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell