রিপোর্টার ,কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়…..। আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, ক্রেতা সুরক্ষা মেলা ২০২২… ২৩ এর শুভ সূচনা হলো……। আজ বিকেল তিনটাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ,নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুভ সূচনা হলো ক্রেতা সুরক্ষা মেলা ২০২২.. ২৩,,
এই মেলার শুভ সূচনা করেলেন মাননীয় মন্ত্রী কৃষি দপ্তর ও পরিষদীয় বিষয়ক দপ্তর শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর শিল্প পুনর্গঠন দপ্তর মাননীয়া ডক্টর শশী পাঁজা , মাননীয় মন্ত্রী বিদ্যুৎ দপ্তর, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আবাসন দপ্তরের শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, মাননীয় মন্ত্রী বনদপ্তর শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মাননীয় মন্ত্রী বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর জনাব জাবেদ আহমেদ খান, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, অর্থ দপ্তর ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর, পরিকল্পনা ও পরিসংখ্যান বিষয়ক দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া, মাননীয় রাষ্ট্রমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, মৎস্য দপ্তর, শ্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয়, আই পি এস অবসরপ্রাপ্ত ,মাননীয়া মুখ্য কমিশনার ,পশ্চিমবঙ্গ জন পরিষেবা অধিকার কমিশনার শ্রীমতী রীনা মিত্র, মাননীয় মন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর শ্রী প্রদীপ মজুমদার, উপভোক্তা বিষয়ক দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী শ্রীকান্ত মাহাতো মহাশয়, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর পিতা ও পৌরমাতারা
, অনুষ্ঠানের শুভ সূচনা হয় একটি সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে, সমস্ত অতিথিদের ব্যাচ উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন এবং এই ক্রেতা সুরক্ষা মেলায় ছাত্রছাত্রীদের জন্য একটি কুইজেরও ব্যবস্থা করেছিলেন, এবং তাহাদের কেউ মঞ্চে সম্মানিত করেন, সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে ক্রেতা সুরক্ষা আইন কে সবার সামনে তুলে ধরেন, এই আইন কতটা কার্যকরী এবং সাধারণ মানুষ কিছু কিনতে গিয়ে ঠকলে তারা কি কি অভিযোগ করতে পারবেন, মঞ্চ থেকে বিভিন্ন অতিথিরা তার সংক্ষিপ্ত বর্ণনা দিলেন, কয়েকটি স্কুল থেকে ছাত্রছাত্রীরা আজকের এই ক্রেতা সুরক্ষা মেলায় অংশগ্রহণ করেন ,আমরা আনন্দিত এই সকল ছাত্রছাত্রীরা উপস্থিত থাকায়। আমরা গর্বিত ছাত্র-ছাত্রীদের মধ্য দিয়ে ক্রেতা সুরক্ষা আইন আরো প্রচারিত হোক এবং মানুষের কাছাকাছি পৌঁছে যাক ,আমরা চাইবো এই সকল ছাত্র-ছাত্রীদের বাবা-মা ও ক্রেতা সুরক্ষা বিষয় নিয়ে প্রচার করুক, তার সাথে সাথেই সংবাদ দাতারাও ক্রেতা আইন নিয়ে আরো একটু যদি প্রচার করেন আমরা কৃতজ্ঞ, আমরা ওই সুরক্ষা আইন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচার করার চেষ্টা করছি, এবং বিভিন্ন মোড়ে মোড়ে কোডিং দেওয়ার চেষ্টা করেছি সাধারণ মানুষকে সজাগ করার জন্য, যাহাতে সাধারণ মানুষ কোন কিছু কিনতে গিয়ে না ঠকে এবং দোকানদারেরা সজাগ থাকেন , ক্রেতাদেরকে সঠিক পথে পরিচালনা করেন এবং তাদের ন্যায্য জিনিস যেন বুঝিয়ে দেন, কোনভাবে তাদেরকে যেন না ঠকানোর চেষ্টা করেন ,তাহলে আইন আইনের পথেই চলবে, যদি না মেনে চলেন ,তাহলে জেল-জরিমানা পর্যন্ত হতে পারে, অতএব কোন ক্রেতা যদি জিনিস কিনেন অতি অবশ্যই তাকে যেন রশিদ দেওয়া হয় এবং তার সার্ভিস যেন ঠিকমতো দেয়া হয়।, আর ক্রেতাদের উদ্দেশ্যেও বারবার ঘোষণা করলেন, আপনারা জিনিস কেনার সময় অতি অবশ্যই সমস্ত কিছু বুঝে নেবেন এবং সঙ্গে বিল অতি অবশ্যই নেবেন, কারণ এটাই আপনার ক্রেতা সুরক্ষার আইন অনুযায়ী কেল্ম করতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন, কখনোই কোন জিনিস কেনার সময় রশিদ নিতে ভুলবেন না, এই ক্রেতা সুরক্ষা মেলা উপলক্ষে চলবে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন , এই মেলা চলবে উনিশে জানুয়ারী থেকে একুশে জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা একটা থেকে রাত্রি আটটা।