নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় ভোটার দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধি :মুজাহিদুল ইসলাম সোহেল
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান এর সভাপতিত্বে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল মোবারক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, সমবায় কর্মকর্তা মো আলমগীর কবির ,প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মুহী উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরও খবর...