দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলার দুদিন পর ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সন্তান আজমেরী ওসমান।
তিনি দাবি করেন, ওই ঘটনায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।তিনি লিখেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় প্রকৃত ঘটনা না জেনেই কেউ কেউ সাংবাদিক সমাজকে ভুল তথ্য দিয়ে আমার উপর ক্ষুব্ধ করার পচেষ্টা চালাচ্ছে। অথচ আমার বাবা প্রয়াত সাংসদ নাসিম ওসমানকে সবসময়ই দেখেছি সাংবাদিকদের যথেষ্ট সম্মান ও মূল্যায়ন করতে। আর তার শিক্ষা নিয়েই আমি সাংবাদিকদের মন থেকে শ্রদ্ধা করি। সর্বশেষ এটাই বলবো,
এই ন্যাক্কারজনক ঘটনায় আমি দুঃখ প্রকাশসহ মর্মাহত। তবে অনুরোধ থাকবে, আপনাদের মত আমরাও মানুষ। সকলেই বাবা-মা স্বজন নিয়ে এ সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রাখে। আমারও সেই অধিকার রয়েছে। কল্যাণকর কাজের পাশাপাশি কখনো আমার কাজে ভুল পেলে আপনারা আমাকে আমার বীর মুক্তিযোদ্ধা পিতার মত সঠিক পথ দেখাবেন বলে আমি প্রত্যাশা করছি।