শনিবার ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:৫৯
শিরোনামঃ
শরিফ ওসমান হাদীর উপর হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের বিশিষ্ট অতিথিদের লোকনাথ ধামে আগমন– ভক্তদের মাঝে উৎসবের আমেজ নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা প্রদান করবে সরকার -প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ধানের শীষের পক্ষে শো ডাউনে ও শ্লোগানে মুখরিত  চৌহালীর উমারপুর পথশ্রী উন্নয়ন নিয়ে, কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সাংবাদিক সম্মেলন করেন।। তপন থিয়েটারে কার্নিভাল লেখক শিল্পী সমন্বয় সমিতির আয়োজনে জমকালো নাট্যসন্ধ্যা দুই হাজার টাকা চুরি করে ফেরত চাওয়ায় পরের দিন মা–মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা।। মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত আগামী নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখবে-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মোহাম্মদপুরে বাসায় মা-মেয়েকে হত্যা-ঝালকাঠি থেকে গৃহকর্মী গ্রেফতার

পথশ্রী উন্নয়ন নিয়ে, কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সাংবাদিক সম্মেলন করেন।।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৩, ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ণ
  • ৫ ০৯ বার দেখা হয়েছে

পথশ্রী উন্নয়ন নিয়ে, কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সাংবাদিক সম্মেলন করলেন।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””

১২ই ডিসেম্বর শুক্রবার, শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, পথশ্রী প্রকল্পের কাজ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট মেরামত এবং নতুন রাস্তা নির্মাণ,

এই নিয়েই সাংবাদিক সম্মেলন করলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা । তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভেবে এবং রাস্তাঘাটের উন্নয়নের কথা ভেবে যে পথশ্রী প্রকল্প তৈরি করেছেন, সেই প্রকল্পে ৮ কোটি ৪৮৮ লক্ষ টাকা বরাদ্দ করেছেন, সেই টাকা খরচ হবে প্রত্যেকটি পৌরসভা ওয়ার্ডে ওয়ার্ডে – বাংলার শপথ

তিনি কামারহাটি পৌরসভার বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে বর্ণনা করলেন, এবং জানান এই সকল রাস্তা গুলি সারাই ও নতুন রাস্তা নির্মাণের জন্য 40 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কুড়ি হাজার 300 কিলোমিটার রাস্তার পুনর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য, আমরা ১১৫ টি কাজ নির্মাণ করেছি , তার মধ্যে তিনটি কাজ শেষ হয়েছে, , বাকি কাজ জানুয়ারীর মধ্যে শেষ করা হবে বলে জানান, কারণ তিনি বলেন বিভিন্ন টেন্ডার ডেকে কাজগুলি শেষ করা হবে, আমাদের পৌরসভার বিভিন্ন অফিসারেরা কাজ শুরু করেছেন,

তবে যেহেতু শীতকাল কাজগুলি তাড়াতাড়ি শেষ করা যাবে ,যেটা বর্ষাকালে করা সম্ভব হয় না, বিভিন্ন দিক দিয়ে জলের চাপ থাকায় এবং জল জমে থাকায় কাজগুলি বন্ধ হয়ে যায়। সময়ও বেশিদিন লাগে,

তিনি আরো বলেন শুধু রাস্তা ছাড়াই এর কাজ নয়, কে দিন বসতি বাড়ছে, নতুন রাস্তা বেরোচ্ছে এবং সেগুলি যদি পৌরসভা কে দায়িত্ব দেয়, আমরা সেগুলিও করারও চেষ্টা করি।
এর সাথে সাথে হকারদের কথা বলতে গিয়ে বলেন, আপনারা যেটা বলতে চাইছেন সেটা ঠিক, তো আমরা কারো পেটে লাথি মেরে কিছু করবো না, অস্থায়ীভাবে ছোট ছোট দোকান যদি করেন করতে পারেন কিন্তু সেটা পার্মানেন্ট নয়, যেকোনো সময় আমরা তুলে দিতে পারি, তিনি আরো বলেন সবকিছু পৌরসভার দায়িত্ব নয়, কিছুটা এলাকার মানুষ কেউ নিতে হবে। যখন কেউ তাদের বাড়ির সামনে ফুটপাতে দোকান পাতে, তখন যদি সেই এলাকার মানুষরা আপত্তি না করে, বা পৌরসভা কে না জানায়, আমাদের সব সময় জানা সম্ভব নয়, এলাকার মানুষ কেউ এগিয়ে আসতে হবে।

তবে আমরা ধন্যবাদ জানাবো
আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে, যিনি সাধারণ মানুষের কথা ভেবে, বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে রাস্তাঘাট সহ অন্যান্য উন্নয়নের গতি বয়ে নিয়ে চলেছেন, আমরা শুধু ওনার দূত হিসাবে কাজ করছি, সাথে সাথে আরেকটি কথা বলে তিনি শেষ করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তিনি বলেন যদি কোথাও জলের লাইন যাওয়ার থাকে, তবে সেই কাজ আগে করে তবে রাস্তা সারায় এর কাজ আমরা করবো।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell