রবিবার ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬:০৮
শিরোনামঃ
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণমোটরসাইকেলে আগুন দেয় -দুর্বৃত্তরা। মানুষ আর বিশ্বাস করে না, ভোটও দেবে না জামায়াত ইসলামি কে -মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিভাবক সমাবেশে পুলিশ সুপারের বার্তা রাজধানীার আলোচিত “২৬ টুকরো লাশ”লোমমহর্ষক তথ্য বেড়োলো”পরকীয়ার কারণে হলেন ভয়ংকর খুনি। স্ত্রীর রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার হলেন হিরো আলমস্ত্রীর রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেফতার হলেন হিরো আলম মডেল একাডেমী নারায়ণগঞ্জের ১৭ বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান ছেলে খুনের মামলা করেন-আসামি লিমন গ্রেফতার রাজধানীর এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্পষ্ট ব্যাখ্যা চায় এনসিপি। ফিলাটেলিক ডাকটিকিট প্রদর্শনী, “বঙ্গপেক্স ২০২৫” এর শুভ সূচনা করলেন, রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস। থোরাসিক-ভাসকুলার দল ও ALCATI ক্লিনিকের সূচনা

পশ্চিমবঙ্গ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ,….৫৪ তম এক্সপো মেলার শুভ সূচনা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২১, ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

পশ্চিমবঙ্গ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ,….৫৪ তম এক্সপো মেলার শুভ সূচনা হলো

কলকাতা থেকে সম্পা দাস ও সমরেশ রায়

… আজ ২০ শে জুলাই বৃহস্পতিবার, সকাল 11 টায়, কলকাতার, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে, পশ্চিমবঙ্গ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড ডিলার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ২৫০ টিরও টল নিয়ে এই এক্সপো মেলার শুভ সূচনা হয়ে গেল,Open photo
এই মেলা চলবে, কুড়ি, একুশ ও বাইশে জুলাই পর্যন্ত, বিভিন্ন দেশ থেকে আগত ম্যানুফ্যাকচাররা এই মেলায় অংশগ্রহণ করেন এবং তাদের তৈরি জিনিস মেলায় তুলে ধরেন।, এই মেলায় যে সকল জিনিসপত্র নিয়ে বসেছেন সম্পূর্ণ ছোটদের জামা প্যান্ট গেঞ্জি ও অন্যান্য সামগ্রী। শুধু তাই নয়, মেলা জুড়ে রয়েছে চোখ ধাঁধানো ডিজাইন, পুজোর আগে ৫৪ তম বর্ষ উপলক্ষে এই ধরনের একটি এক্সপো করায় ,অনেকেরই নজর কাড়বে এই মেলার দিকে ,কারণ সামনে পুজো,
তাই এই মেলা খুবই আকর্ষণীয় হয়ে উঠবে আশা করা যায়। শুধু তাই নয় এসোসিয়েশনের কর্ণধার মনে করেন, যে এই তিন দিনে প্রায় 500 থেকে 700 কোটি টাকার ব্যবসার লেনদেন হবে, তাহারা মিডিয়া বন্ধুদের কাছেও আবেদন জানান আপনারাও এই মেলাটাকে মানুষের কাছে ছড়িয়ে দিন। এবং ব্যবসায়ীদের কাছে। আজকের এই মেলার শুভ সূচনা করলেন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়
Open photo
এছাড়া উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাজ্য সরকারের পরিবহন দপ্তরের শ্রী দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন এম এস এম ই জয়েন্ট ডিরেক্টর ডি মিত্র মহাশয়, উপস্থিত ছিলেন সবার প্রিয় এবং কাছের মানুষ অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী হরি কিষান রথী মহাশয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রদীপ মুরারকা, শ্রী বিজয় কড়িওয়ালা, শ্রী দেবেন্দ্র বাইদ, এবং উপস্থিত ছিলেন এভারগ্রীন ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা নির্মল জয়ী সহ অন্যান্যরা,
আজকে এই সুন্দর দিনে এবং শুভ সূচনায় প্রত্যেক অতিথিকে ব্যাচ উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন, মেলা শুভ সূচনা সাথে সাথে একটি ক্যাটালগের ও সূচনা করলেন। সংক্ষিপ্ত বক্তব্যবের মধ্য দিয়ে মাননীয় ও সম্মানিত অতিথি সুজিত বোস মহাশয় বলেন, আমরা পাশে আছি, যে কোন প্রয়োজন হলে যদি সেটা আমার এক্তিয়ারে হয়, নিশ্চয়ই আমি আপনাদের সহযোগিতা করব। আর একটা কথা বলতে চাই, যারা এখনো পর্যন্ত অনলাইনে এই রেজিস্ট্রেশন করেননি ফায়ার ও এম এস এম ইর , তারা অতি অবশ্যই করবেন, বিপদ ছোট থেকেই বড় ঘটে, সাথে সাথে দিলীপ ঘোষ মহাশয় ও একই মন্তব্য করলেন,
আপনাদের চলার পথ বড় হোক এবং এই ধরনের মেলা কে যদি আরও বড় আকারে করা যায়, এত সুন্দর একটি জায়গায়, তবে মনে হয় এই অ্যাসোসিয়েশন আরো শক্তিশালী হবে, অ্যাসোসিয়েশনের কর্ণধার শ্রী হরি কিষান রথী মহাশয় বলেন এই সমিতি একটি আধুনিক প্রানবন্ত এবং প্রতিযোগিতামূলক গার্মেন্টস সেক্টর ,যা মূলত এম এস এম ইর এবং বিশ্বব্যাপী টেক্সটাইল সরবরাহ কারি যা এটি একদিন শক্তিশালী হাব হয়ে উঠবে, রাজ্যকে সক্ষম করার জন্য প্রতিষ্ঠার দিন থেকেই ফেয়ার ও এক্সপোর আয়োজন করে আসছে। তবে আমি সব সময় চেষ্টা করি আমার আগের সভাপতির পথ অনুসরণ করার। আজকের এই মঞ্চ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানালাম, যারা এই মেলায় অংশগ্রহণ করছেন, দেশ বিদেশ থেকে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ সবার সহযোগিতায় এই মেলা সাফল হয়ে উঠতে পারে।

শম্পা দাস—-সহ সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell