পালিত হলো রাখি বন্ধন উৎসব ও একতার মেল বন্ধন
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
আজ ১১ই আগস্ট রবিবার, ৯ই আগস্ট শনিবার সারাদেশে যখন রাখি বন্ধন উৎসব পালিত হয়, দলবল নির্বিশেষে, রাস্তার মোড়ে মোড়ে, সেই সময় পালিত হলো,

ঠিক সকাল ন’টায়, উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী ও এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সি আই টি রোডের সংযোগস্থলে–রাখি বন্ধন উৎসব পালিত হলো,


রাখি বন্ধন উৎসব মানে একদিকে ভাই-বোনদের যেমন মেল বন্ধন, অন্যদিকে বোনেরা সকল পথ চলতি মানুষ থেকে শুরু করে, দলের সদস্যদের রাখি পরিয়ে মেলবন্ধন সৃষ্টি করলেন।

রাখি বন্ধন তবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিধানসভার বিধায়ক, কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র মাননীয় অতীন ঘোষ,

উত্তর কলকাতার জয় হিন্দ বাহিনীর সভাপতি ও লড়াকু সৈনিক কৃষ্ণ প্রতাপ সিং, এক নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় কার্তিক চন্দ্র মান্না, রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ রায়া,

বরানগর পৌরসভার পৌর মাতা সুস্মিতা চ্যাটার্জী।, পৌর পিতা অনিন্দ্য চৌধুরী, উত্তর কলকাতা জয় হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক বাবু মান্না, জয় হিন্দ বাহিনীর উত্তর কলকাতার সাধারণ সম্পাদক গোপাল মাইতি ,

উত্তর কলকাতার সাধারণ সম্পাদক আনোয়ার খান, এক নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বুলবুল দাস গুপ্ত, যুবনেতা অভিজিৎ মন্ডল রানা, যুবনেতা আয়ুব রংরেজ,

জি বাংলা সারেগামা খ্যাতো বিশিষ্ট সংগীত শিল্পী সৌমজিৎ পাল , উত্তর কলকাতা জেলা জয় হিন্দ বাহিনীর অন্যতম নেতৃত্ব অরূপ পালিত,

সোশ্যাল মিডিয়া কমিউনিটির সহ-সভাপতি, জয়দীপ ভট্টাচার্য তৃণমূল ছাত্র পরিষদ জেলার কো-অর্ডিনেটর সোশ্যাল মিডিয়া এবং স্পিকার টিম সদস্য ,

শিলাদিত্য সেন, দুই নম্বর ওয়ার্ডের ছাত্র সভাপতি দেবাশীষ বিশ্বাস , ২ নম্বর ওয়ার্ডের নেতা মুন্না সিং সহ আরো অন্যান্য নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

উপস্থিত সকল অতিথিদের মঞ্চে উত্তরীয় ব্যাচ পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সম্মানিত করেন, রাখি বন্ধন উৎসবে, সকল বোনেরা, ভাইদের মঙ্গল কামনায় একটি করে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে মেলবন্ধন সৃষ্টি করলেন,

জাতে ভাই-বোনেরা একে অপরের কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে, এই দিনটির জন্যই একদিকে ভাই অন্যদিকে বোনেরা অপেক্ষা করে থাকেন,

কবে আবার বোন তাদের হাতে রাখি পরাবে, এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য, এবং বোনেরা সকল পথ চলতি মানুষদের হাতে যাতে রাখি পরিয়ে মেলবন্ধন সৃষ্টি করেন তাহার জন্য,


উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর সাংগঠনিক সম্পাদিকা মহুয়া রায় পালিত এইরকম একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। যাহাতে এলাকার সকল বোনেরা,






এই অনুষ্ঠানের যোগ দিয়ে, প্রত্যেক ভাইয়ের হাতে রাখি পরিয়ে মেলবন্ধন করাতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে,

বোনেরা সকাল থেকেই বলে হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করালেন, একইভাবে সারাদেশে পালিত হয়েছে এই রাখি উৎসব।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””