শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৭
শিরোনামঃ
Logo সাভার আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Logo নীলফামারী ডোমার ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত। Logo (ঢাবি)তে তোফাজ্জল হত্যা-৬ শিক্ষার্থী স্বীকার জবানবন্দি,জেল হাজতে প্রেরন। Logo উপজেলার পর জেলা পর্যায়েও  শ্রেষ্ঠ হলেন গুণী শিক্ষক আমিনুল ইসলাম Logo সোনারগাঁয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক Logo সুবর্ণখুলী সাবুদের হাট বলাকা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo আসছে নাটক ‘মতিনের ফেসবুক প্রেম’ Logo দলীয় শৃঙ্খলা ভঙ্গ মুন্সিগঞ্জে দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। Logo গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ‌ও আহতদের দীর্ঘমেয়াদে পুনর্বাসন করা হবে-উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। Logo (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যায় ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

পিরোজপুর চেয়ারম্যান এড,মতিউরের উপর হামলার প্রতিবাদে আইনজীবি সমিতির মানববন্ধন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

       
 
  
নগর সংবাদ।।পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম মতিউর রহমানকে মারধর ও তার ব্যবহৃত সরকারী গাড়ি ভাংচুরের ঘটনায় ২ জন নামীয় ও অজ্ঞাত ৮জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এম মতিউর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগের সাবেক সদস্য সজীব হাওলাদার এবং যুবলীগ সদস্য মামুনকে নামীয় এবং অজ্ঞাত ৮ জনকে আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক।
সজীব উপজেলার চারাখালী গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের ২০১৯-২০ সালের সাবেক সদস্য ও বর্তমানে জাতীয় পার্টির (জেপি) অনুসারী বলে জানা গেছে। এদিকে এ্যাডভোকেট এম মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বুধবার (২ মার্চ) সকালে সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাডভোকেট হাকিম হাওলাদারের সভাপতিত্ত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,
পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. আলাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্ডী চরন পাল, নারী ও শিশু পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, কানাই লাল বিশ্বাস, দেলোয়ার হোসেন, মোস্তফা কামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলিপ কুমার মাঝি প্রমুখ। হামলার বিষয়ে অ্যাডভোকেট এম মতিউর রহমান জানান, গত সোমবার রাত ৮টার দিকে তিনি গাড়িতে করে উপজেলা থেকে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ছেলের অসুস্থতার খোঁজ নিতে পিরোজপুর সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সড়কে স্থানীয় সজীব হাওলাদারসহ অপরিচিত কয়েকজন তাঁর গাড়ির গতিরোধ করে। সজীব হাওলাদার উপজেলা পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের ওপর হামলা করেন। তার ব্যবহৃত সরকারি গাড়িটিও ভাঙচুর করা হয়। এতে চেয়ারম্যান মতিউর রহমান আহত হন। সজীবের সঙ্গে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলে জানান চেয়ারম্যান।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস জানান, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তাঁর ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক ১০ জনের নামে মামলার কথা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারের জন্য সারাশি অভিযান চলছে। খুব শিগ্রই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell