প্রথম হাওড়া সৃজন নবনাট্য প্রযোজিত এবং দুর্বারের সহযোগিতায়, সোনাগাছির ছেলে মেয়েদের নিয়ে একটি নাটক মঞ্চস্থ করলেন-মুন্নাবাঈ..
রিপোর্টার, কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়।।এই প্রথম হাওড়া সৃজন নবনাট্য প্রযোজিত এবং দুর্বারের সহযোগিতায়, সোনাগাছির ছেলে মেয়েদের নিয়ে একটি নাটক মঞ্চস্থ করলেন, ১৬ ই ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ছটা য়, একাডেমি অফ ফাইন আর্টসে… মুন্নাবাঈ….। যা এর আগে কেউ সাহস পায়নি, এই নাটক মঞ্চস্থ করতে, সোনাগাছির ছেলে,মেয়েদের নিয়ে, সৃজনের পাশে হাত বাড়ালেন ও সহযোগীতা করলেন
.. দুর্বার ,… যাহারা এদের নিয়ে সংগ্রাম করে চলেছেন এবং আন্দোলন করে চলেছেন ও বিভিন্ন কাজকর্মের মধ্যদিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, ,তাদের ছেলেমেয়েদের জীবনকে তুলে ধরার জন্য আর এই নাটক রচনা ও নির্দেশনা করলেন ..সুদীপ ঘোষাল মহাশয়। । তিনি জানালেন এই নাটকটি পরিচালনা করে এবং দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আমি ধন্য কারণ সোনাগাছি র ছেলেমেয়েদের জীবনযাত্রা নিয়ে এই ধরনের নাটক পরিবেশন করা এবং আমাকে সহযোগিতা যেভাবে করেছে আমি অতি অবশ্যই ধন্য, শুধু তাই নয় এই এই নাটকটি দেখার জন্য যে সকল নাটক আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন নাটক দেখে এবং আমাদের নাটক নিয়ে যে আলোড়ন জাগিয়ে তুললেন আমরা ধন্য আমরা গর্বিত। দর্শকদের মতামতি আমাদের কাছে বড় পাওনা
.= মঞ্চে নাটকটি মঞ্চস্থ হওয়ার আগে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন এবং মঞ্চে উপস্থিত অতিথিদের সম্মান জানালেন উত্তরীয় ও মোমেন্টো দিয়ে, শুধু তাই নয় দুর্বারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে সামান্য একটি চেকও তুলে দেন, এতেই শেষ নয় এই ধরনের ছেলে মেয়েদের জন্য সৃজন নাট্য সংস্থা একটি স্কুল ও তৈরি করেছেন। এবং একটি বইয়ের ও শুভ সূচনা করলেন ..সৃজন কড়চা…। যেখানেই বইটিতে বিভিন্ন লেখকরা লিখেছেন। এই নাটকটির মধ্যে সোনাগাছির ছেলেমেয়েদের জীবনযাত্রা এবং নিপীড়ন ও সরকারি নিষেধাজ্ঞা, আন্দোলন, কোন কিছু সুবিধে না পাওয়া, কিভাবে সোনাগাছির ছেলেমেয়েরা এই পথে নেমেছেন, তারই বর্ণনা নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছেন,। এবং এই নাটকের মূল ভূমিকায় ছিলেন পাপিয়া অধিকারী চিত্র অভিনেত্রী..।। মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবী সাগরিকা চ্যাটার্জী, জনসংযোগ আধিকারিক দুর্বার, মহাশ্বেতা মুখার্জি ও মালা দি, মুখাভিনয় খ্যাত শিল্পী সোমা দাস ,গবেষক থার্ড থিয়েটার কর্মী বিশাখা রায়, এক্টর কবি ডক্টর সুচেতনা দে, সম্পাদিকা হাওড়া সিজনের তারা মনি ঘোষ মহাশয়া, এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ ও সৃজন গোষ্ঠীর সদস্যবৃন্দরা ও দুর্বারের সদস্যবৃন্দরা, সত্যিই এই ধরনের ছেলেমেয়েদের সামনে তুলে ধরে আনার জন্য নাট্যকার কে ধন্যবাদ জানালেন, সকল দর্শকবৃন্দ যা এর আগে এই নিয়ে কেউ ভাবেননি এবং সাহস পাননি। প্রকাশ্যে তাদের নাটকের মধ্য দিয়ে তুলে ধরার জন্য…।